আজকাল ওয়েবডেস্ক: অনেক আশা জাগিয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদ। কিন্তু সেভাবে আর ছাপ ফেলতে পারলেন কোথায়! আজ সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হামিদ আর ইস্টবেঙ্গলের মধ্যে সম্পর্কচ্ছেদ ঘটল। 

আইএসএল কবে শুরু হবে, কেউ জানেন না। ক্লাবগুলো থেকে বিদেশি খেলোয়াড়দের নিষ্ক্রমণ ঘটছে। মুম্বই এফসি ছেড়ে দিয়েছে তিরিকে। কেরল ছেড়েছেন নোয়া সিদোই। এরকম অনেকেই আইএসএল ক্লাব ছাড়ছেন। এবার কি সেই ঢেউ আছড়ে পড়ল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে? 

ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ করেন হামিদ। ইস্টবেঙ্গলও তাঁর ইচ্ছাকে সম্মান জানায়। তাঁর অনুরোধ মেনে নেওয়া হয়। হামিদ আহদাদের বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে। 

মরক্কোর ফুটবলে হামিদ আহদাদ খুবই পরিচিত নাম। ১৫ মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের খেলা।

রাজা কাসাব্লাঙ্কা বনাম ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ ছিল। কাসাব্লাঙ্কা ডার্বি নামে যা পরিচিত। সেই ডার্বিতে একার হাতে ম্যাচের রং বদলে দিয়েছিলেন হামিদ আহদাদ। ৪-১-এ পিছিয়ে থাকা রাজা কাসাব্লাঙ্কা শেষমেশ ম্যাচ ড্র করে। আর তার পিছনে ছিল হামিদ আহদাদের ভূমিকা। 

লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে হামিদ কিন্তু ব্যর্থই বলা যায়। শিল্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে তিনি গোল করেছিলেন। ম্যাচটা টাইব্রেকারে হার মানতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। চোটের জন্য বেশির ভাগ সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। সুপার কাপেও তিনি ব্যর্থ। ফাইনালে তাঁকে নামানোই হয়নি। যা নিয়ে তীব্র অসন্তুষ্ট হন ইস্টবেঙ্গল ভক্তরা। 

ভারতীয় ফুটবল এখন তমসাচ্ছন্ন। আইএসএলের বল গড়াবে কিনা কেউ জানেন না। মিটিং হচ্ছে, আলোচনা চলছে, কিন্তু বরফ আর গলছে না। ফুটবলাররা ফিফার কাছে আবেদন করছেন। আজ সোমবার থেকে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল। আর দীর্ঘ বিরতির পরে শুরু হওয়া অনুশীলনের প্রথম দিনেই জানিয়ে দেওয়া হল হামিদ আহদাদের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন হচ্ছে লাল-হলুদের। হামিদ আহদাদের পরিবর্তে কাকে নেওয়া হয়, সেটাই এখন দেখার।