আজকাল ওয়েবডেস্ক: আবার প্রস্তাব খারিজ রোহিত শর্মার। না, কোনও ক্রিকেটীয় অফার নয়। এই প্রস্তাব খাওয়ার। রবিবার শুরু ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। তার জোর প্রস্তুতিতে রোহিত। বিজয় হাজারে ট্রফির দুটো ম্যাচ খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তারপর আবার জাতীয় দলে ফোকাস। টি-২০ এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর, নিজের ফিটনেসে নজর দেন রোহিত। কঠোর শারীরিক কসরতের মাধ্যমে ১০ কেজি ওজন কমান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ট্রেনিং সেশনের জন্য প্রস্তুতি নিতে দেখা যায় হিটম্যানকে। সেই সময় গ্যালারি থেকে চিৎকার করে একজন ফ্যান মারাঠি ভাষায় রোহিতকে জিজ্ঞেস করেন, তিনি বড়া পাও খাবেন কিনা। 'রোহিত ভাইয়া, বড়া পাও পাহিজে কা?' গ্যালারি থেকে এই চিৎকার ভেসে আসে। সটান প্রস্তাব খারিজ করে দেন রোহিত। সংশ্লিষ্ট ফ্যানের দিকে তাকিয়ে হাত নেড়ে না করে দেন।
নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রোহিত। নিজের ইনস্টাগ্রামে নেটে ব্যাটিংয়ে ছবি দেন। বাইশ গজে রোহিত শর্মার মজাদার কার্যকলাপের কথা কারোর অজানা নয়। সতীর্থদের বকুনি দেওয়া থেকে শুরু করে ফ্যানদের সঙ্গে মজার কথোপকথন, হিটম্যানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এর আগেও একবার এমনই একটি কাণ্ড ঘটিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিজয় হাজারে ট্রফিতে মুম্বই এবং সিকিম ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। প্রত্যাশিতভাবেই ঘরোয়া ক্রিকেটে ফেরেন রোহিত। বিজয় হাজারেতে ফিরেই দর্শকদের অবাক করেন। ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ইনিংসে ছিল ১৮টি চার এবং ৯টি ছয়। তাঁর ব্যাটে ভর করে ৮ উইকেটে জেতে মুম্বই।
জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন ফ্যান রোহিতকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বড়া পাও খাবে কিনা? হাত নেড়ে 'না' বলেন তারকা ক্রিকেটার। এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বাউন্ডারি লাইনের কাছাকাছি ফিল্ডিং করছিলেন রোহিত। তাঁকে গ্যালারি থেকে প্রশ্ন ছোড়া হয়। প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু গ্যালারি থেকে বারবার একই প্রশ্ন ভেসে আসে। বা হাত তুলে না বলেন প্রাক্তন অধিনায়ক। কয়েকদিন আগে অনুশীলন শেষ করে গাড়িতে ওঠার পর দু'জন ফ্যান সেলফি তোলার জন্য রোহিতের হাত টেনে ধরেন। তাতে বিরক্তি প্রকাশ করেন তারকা ক্রিকেটার। তবে সেটা সাময়িক। আবার ভক্তদের সঙ্গে স্বমহিমায় আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তারকা।
