আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। তাঁদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করলেও, সূত্রের খবর নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। ম্যাচ সরাতে চাইছেন না জয় শাহরা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের এই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার ভার্চুয়াল কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন আইসিসির আধিকারিকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসা ছাড়া তাঁদের কোনও গতি নেই। এরপরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে বহাল থাকলে, পয়েন্ট কাটা যাবে। 

মঙ্গলবার দুই ক্রিকেটীয় সংস্থার কর্তাদের মধ্যে কথাবার্তা হলেও, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনও বোর্ডই এই প্রসঙ্গে মুখ খোলেনি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত। যৌথভাবে মার্কি টুর্নামেন্টের আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। তাঁদের তিনটে ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু বাংলাদেশের। ৯ ফেব্রুয়ারি ইডেনে ইতালির বিরুদ্ধে ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে মুম্বইয়ে শেষ ম্যাচ বাংলাদেশের। 

দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির জেরে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। আইপিএলের নিলামে ৯.২০ কোটিতে বাংলাদেশের তারকা পেসারকে কিনেছিল কেকেআর। আসন্ন আইপিএলে তিনিই একমাত্র বাংলাদেশের ক্রিকেটার ছিলেন। তারপরই যাবতীয় সমস্যার সূত্রপাত। এতেই চটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না তাঁরা। তাঁদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়। এদিকে জানা গিয়েছে, মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কোনও বৈঠক হয়নি আইপিএল গভর্নিং কাউন্সিলের। সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের শীর্ষকর্তারা। তারপরই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের আবেদনে সাড়া দেয়নি আইসিসি। যার ফলে বর্তমান পরিস্থিতি জটিল। বল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে।