আজকাল ওয়েবডেস্ক: ১৩৪ বছরের টেস্ট ইতিহাসে নতুন কীর্তি অস্ট্রেলিয়ার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিন নতুন ইতিহাস অজিদের। অতুলনীয় ব্যাটিং। বক্সিং ডে টেস্টে অপ্রত্যাশিত হারের পর ৪-১ এ সিরিজ জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়া। পঞ্চম তথা ফাইনাল টেস্ট এখনও পর্যন্ত তাঁদের হাতের মুঠোয়। কেরিয়ারের ৩৭তম শতরান করেন স্টিভ স্মিথ। তৃতীয় দিনের শেষে ১২৯ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত ১৩৮ রানে আউট হন। তার আগে ১৬৩ রান করেন ট্রাভিস হেড। তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৫২৯। ৫৬৭ রানে শেষ হয় ইনিংস। প্রথম ইনিংসের শেষে ১৩৪ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। জো রুটের ১৬০ রান সত্ত্বেও ৩৮৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। 

ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতার ফলে ইতিহাসের পাতায় নাম লেখায় অজিরা। ইনিংসে মোট সাতবার ৫০ রানের বেশি পার্টনারশিপ। এমন ঘটনা ১৩৪ বছরের টেস্ট ইতিহাসে মাত্র একবার হয়েছিল। সেটা করে ভারত। ২০০৭ সালে দ্য ওভালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে এই রেকর্ড ছিল। সেই ম্যাচে একমাত্র টেস্ট সেঞ্চুরি করেন অনিল কুম্বলে। একটুর জন্য সেই বেঞ্চমার্ক ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া। একমাত্র অ্যালেক্স ক্যারি এবং স্মিথের মধ্যে ২৭ রানের পার্টনারশিপ। সেটা ৫০ রান অতিক্রম করলে দ্রাবিড়দের রেকর্ড ভেঙে যেত। অ্যাশেজের ইতিহাসে এক ইনিংসে সাতটি ৫০ রান বা তারও বেশি পার্টনারশিপ এর আগে কোনওদিন হয়নি। এর আগে ১৮৯২ সালে অ্যাডিলেডে ছটি ৫০ রানের পার্টনারশিপ ছিল ইংল্যান্ডের। যা ১৩৪ বছর ধরে কোনও দল ছুঁতে পারেনি। অ্যাশেজে মাত্র চারবার এক ইনিংসে ছটি ৫০ রানের পার্টনারশিপ আছে। তারমধ্যে দু'বার ইংল্যান্ডের, দু'বার অস্ট্রেলিয়ার। ১৮৯২ এবং ১৯২৮ সালে যথাক্রমে অ্যাডিলেড এবং ব্রিসবেনে এই নজির গড়ে ইংল্যান্ড। ২০০৬ এবং ২০২৫ সালে ব্রিসবেনে রেকর্ড অস্ট্রেলিয়ার। 

সিডনিতে প্রথমে ব্যাট করে ৩৮৪ রান করে ইংল্যান্ড। শতরান করেন জো রুট। ১৬০ রান করে আউট হন। ৮৪ রানে ফেরেন হ্যারি ব্রুক। ৪ উইকেট নেন মাইকেল নেসের। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় অজিদের। ৫৬৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। জোড়া শতরান ট্রাভিস হেড (১৬৩) এবং স্টিভ স্মিথের (১৩৮)। তিনটে করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং জস টং। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে দুশোর গণ্ডি পার করে ইংল্যান্ড। শতরান জেকব বেথেলের। ১০৫ রানে অপরাজিত। ৪২ রানে আউট হন বেন ডাকেট। রান পাননি জো রুট। মাত্র ৬ রানে ফেরেন প্রথম ইনিংসের শতরানকারী। উইকেটে আছেন জেকব বেথেল এবং হ্যারি ব্রুক। ৩০ রানে এগিয়ে ইংল্যান্ড।