আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েকঘন্টা আগেই ডুরান্ড ডার্বি বাতিল হয়েছে। সেই নিয়ে তোলপাড় বাংলার ফুটবল মহল। তারই মধ্যে ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। শনিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল হলুদের জুনিয়ররা। একইসঙ্গে ধরে রাখল শীর্ষস্থান। কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। এদিন আনুষ্ঠানিকভাবে ডার্বি বাতিল হওয়ার পরপরই মাঠে নামে বিনো জর্জের দল। কিন্তু সেই আঁচ জুনিয়রদের খেলায় পড়েনি। জয়ের পাশাপাশি কয়েকটা দুর্দান্ত গোলের সাক্ষী থাকল ময়দান। 

 

ঘরের মাঠে আগাগোড়াই দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথম থেকেই আক্রমণের ঝড় ওঠে। তাতেই কোণঠাসা হয়ে যায় কালীঘাট। বিরতিতে এক গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন জেসিন‌ টিকে। তন্ময় দাসের কর্নার থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে তিন গোল। বিরতির পরপরই ২-০ করেন ভনসপাল। ম্যাচের ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দুরন্ত গোল। ম্যাচের দখল বরাবরই লাল হলুদের হাতে ছিল। এক গোলে পিছিয়ে পড়ার পর খেলা থেকে পুরোপুরি হারিয়ে যায়নি কালীঘাট। কয়েকটা বিক্ষিপ্ত আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু জোড়া গোল হজম করার পর আর ম্যাচে ফেরার কোনও সম্ভাবনা ছিল না। তিন নম্বর গোলটি করে তিন পয়েন্ট নিশ্চিত করেন আজাদ। বিশ্বমানের গোল। ম্যাচের ৮০ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ভনসপাল। চারের মধ্যে জোড়া গোল তাঁর। লাল হলুদের অশ্বমেধের ঘোড়া ছুটছেই। আগের বছর একটুর জন্য মহমেডানের কাছে হাতছাড়া হয় লিগ। কিন্তু এবার খেতাবের দিকে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। তাঁদের থেকে অনেকটাই পিছিয়ে আরও দুই প্রধান। একাধিক পয়েন্ট খুইয়ে সুপার সিক্সে ওঠা অনিশ্চিত মোহনবাগানের।