ইস্টবেঙ্গল - (সুনীল, তন্ময়, সায়ন)

কলকাতা পুলিশ - o 

আজকাল ওয়েবডেস্ক: সুপার সিক্সের ছাড়পত্র আগেই সংগ্রহ করে ফেলেছিল ইস্টবেঙ্গল। এবার অপরাজিত তকমা নিয়েই কলকাতা লিগের মূলপর্বে চলে গেল লাল হলুদ। শুক্রবার নিজেদের মাঠে কলকাতা পুলিশকে ৩-০ গোলে হারাল কলকাতার প্রধান। গোল করেন বাথালা সুনীল, তন্ময় দাস এবং সায়ন ব্যানার্জি। এদিন জয়ের ফলে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে ভবানীপুরের পরে দ্বিতীয় স্থানে ছিল লাল হলুদ। কিন্তু এদিন তাঁদের ছাপিয়ে একনম্বরে চলে গেল বিনো জর্জের দল। এদিন পুলিশের বিরুদ্ধে আগাগোড়াই দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হয়। ব্যবধান আরও বাড়তে পারত। পেনাল্টি থেকে গোল মিস করেন জেসিন টিকে। নয়তো গোল সংখ্যা আরও বাড়তে পারত। 

শুক্রবার ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুনীল। পুলিশের গোলকিপারের ভুলের সুযোগ নেন ইস্টবেঙ্গলের ফুটবলার। তার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান তন্ময় দাস। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিল না পুলিশের। দ্বিতীয়ার্ধে কুশ ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। স্পট কিক মিস করেন জেসিন। কলকাতা লিগে একাধিক গোল করলেও এদিন পেনাল্টি মিস করেন। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন সায়ন ব্যানার্জি। চলতি কলকাতা লিগে সবচেয়ে ধারাবাহিক দল ইস্টবেঙ্গল।