আজকাল ওয়েবডেস্ক: সতীর্থ এবং বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক পোস্ট করলেন। বৃহস্পতিবার স্পেনে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জোটা। কোনওভাবেই মেনে নিতে পারছেন না সিআরসেভেন। মাত্র কয়েক সপ্তাহ আগে পাশাপাশি দাঁড়িয়ে পর্তুগালের নেশনস লিগ জয়ের উৎসব পালন করেন। সেই স্মৃতি তাঁকে তাড়া করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লেখেন, 'কোনও মানে হয় না। কয়েকদিন আগেই আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম। সবে ও বিয়ে করেছিল। তোমার পরিবার, স্ত্রী এবং ছেলেমেয়েদের জন্য সমবেদনা রইল। ঈশ্বর ওদের শক্তি দিক। আমি জানি তুমি ওদের সঙ্গে সর্বত্র থাকবে। শান্তিতে থেকো দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাকে মিস করব।' 

স্পেনের জামোরায় এই দুর্ঘটনা ঘটে। ২০২০ সালে উলভসের থেকে লিভারপুলে যোগ দেন জোটা। তাঁদের হয়ে তিনটে ট্রফি জেতেন। যার মধ্যে গতবছর প্রিমিয়ার লিগ খেতাবও রয়েছে। মাত্র ১১ দিন আগেই বিয়ে করেন পর্তুগিজ তারকা। তারপর সোশ্যাল মিডিয়ার লেখেন, 'সারাজীবনের জন্য হ্যাঁ।' তার মাত্র এগারো দিনের মাথায় এই খবর আসবে, স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। শোক প্রকাশ করে লিভারপুল ক্লাব। একটি বিবৃতিতে বলা হয়, 'দিয়েগো জোটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ক্লাব শোকস্তব্ধ। ক্লাব জানতে পেরেছে, ২৮ বছরের ফুটবলারের স্পেনে একটা পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে ওর ভাই আন্দ্রেরও। এই মুহূর্তে আর কোনও মন্তব্য করতে চায় না লিভারপুল। আমরা ওদের পরিবারের পাশে থাকব।' পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলেন জোটা। ২০১৭ সালে ইংল্যান্ডে আসার আগে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পোর্তোয় খেলেন জোটা। লিভারপুলে যোগ দেওয়া মাত্র ফ্যানদের ফেভারিট হয়ে যান। রেডদের হয়ে ৬৫টি গোল করেন। ২০২১-২২ মরশুমে জেতেন লিগ কাপ এবং এফএ কাপ।