আজকাল ওয়েবডেস্ক: ফুটবলের ইতিহাসে রোনাল্ডোর মত কেরিয়ার অনেক ফুটবলারেরই নেই। কেরিয়ারের একদম সায়াহ্ণে এসেও দলের হয়ে গোল করার কাজ জারি রেখেছেন সিআরসেভেন। মাদেইরা থেকে যে যাত্রা শুরু হয়েছিল তা হয়তো শেষ হবে সৌদি আরবেই। এটা নিশ্চিত করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো নিজেই। স্পেন, ইতালি এবং ইংল্যান্ডে একাধিক রেকর্ডের পর ২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো।
অবসরের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সিআরসেভেন জানিয়েছেন, ‘আমি জানি না শীঘ্রই অবসর নেব কিনা। দুই বা তিন বছরের মধ্যে নিতে পারি। তবে সম্ভবত আমি আল নাসেরেই অবসর নেব। আমি এই ক্লাবে খেলতে পছন্দ করছি। আমি সৌদি আরবে খেলতে পছন্দ করি। আমি এখানেই খেলা চালিয়ে যেতে চাই’। ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকার সবচেয়ে সফল সময় গিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়। ৪৩৮ ম্যাচ খেলে রোনাল্ডো গোল করেছেন ৪৫০টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলস্কোরারের স্থান নিয়েছেন তিনি।
তবে রোনাল্ডো জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে তিনি ঘটা করে ঘোষণা করার পক্ষপাতী নন। জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে আমি কাউকে আগে থেকে বলব না এবং এটা আমার পক্ষ থেকে খুব স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত হবে। তবে একটি সুচিন্তিত সিদ্ধান্তও হবে। এই মুহূর্তে, আমি সবচেয়ে বেশি যা চাই তা হল জাতীয় দলকে সাহায্য করা। নেশনস লিগে ভাল খেলাই এখন আমার প্রধান লক্ষ্য’। অবসরের পর কী কোচিংয়ের পরিকল্পনা রয়েছে? রোনাল্ডো জানিয়েছেন, ‘আমি আমার ভবিষ্যত কোচিংয়ে দেখতে পাচ্ছি না। আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছু করতে দেখছি না। বাকিটা সময় বলবে’।
