আজকাল ওয়েবডেস্ক: একদিকে দেশ, অন্যদিকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কাকে বেছে নেবেন সমর্থকরা? শেষে পাকিস্তানকে খরচের খাতায় ফেলে কিং কোহলির শতরানেই সেলিব্রেশনে মাতল ইসলামাবাদ। ক্রিকেট বিশ্বের এই বড় ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত শতরান উদযাপন করলেন পাকিস্তানি সমর্থকরা। কিন্তু সেই অসাধারণ ইনিংসই কার্যত পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে দিয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইসলামাবাদের পাকিস্তানি সমর্থকরা কোহলির শতরানের উদযাপন করছেন।
অন্যদিকে, রিজওয়ানের পাকিস্তান ব্যর্থতার সম্মুখীন হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দোরগোড়ায়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের আয়োজক হলেও ভারতের চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসই ছিল মূল আকর্ষণ। ভিডিওতে দেখা যায়, খুশদিল শাহকে কভার দিয়ে বাউন্ডারি মেরে তাঁর ৫১তম ওডিআই শতরান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। এই শটেই ভারত ২৪২ রানের লক্ষ্য অতিক্রম করে পাকিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তানের হারের মধ্যেও কোহলির ব্যাটিং-জাদু উপভোগ করতেই ব্যস্ত ছিলেন ক্রিকেটপ্রেমীরা।
اسلام آباد میں موجود کرکٹ شائقین ویرات کوہلی کی سینچری پر خوشی مناتے ہوئے https://t.co/5KyXSQMhdh pic.twitter.com/51Uliy4GNm
— Muhammad Faizan Aslam Khan (@FaizanBinAslam1)Tweet by @FaizanBinAslam1
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান সমর্থকদের ‘দুয়ো’ ধ্বনি শুনলেন। দুই ওপেনার ফেরত যাওয়ার পরে রিজওয়ান ও সাউদ শাকিল ইনিংসের হাল ধরলেও রান তোলার গতি ছিল অত্যন্ত শ্লথ। তাঁরা এত ধীর লয়ে রান তুলে থাকেন যে পাক সমর্থকরা পর্যন্ত রেগে যান। রিজওয়ান ও শাকিল গুছিয়ে নিলেও হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। একটা সময়ে ২০ ওভারে ৮০টি ডট বল খেলেন রিজওয়ান ও শাকিল। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। এক ভক্ত লেখেন, ‘১২০টি বলের মধ্যে ৮০টা ডট বল খেলল। ৬৭ শতাংশ ডট খেলল। এদের কোনও ইচ্ছাই নেই। সেই নব্বইয়ের জমানায় পড়ে রয়েছে। আজ হারুক এরা’। জাতীয় দলের হার দেখে বিরক্ত সমর্থকরাও দলের হার চাইছিলেন।
