আজকাল ওয়েবডেস্ক: মরসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়। পিছিয়ে পড়েও দিমিত্রি দিয়ামানতাকোস এবং মেহেদি তালালের জুটি ম্যাচ জিতিয়েছে লাল হলুদকে। আর ম্যাচের শেষে দুজনেরই প্রশংসা করলেন কোচ কার্লস কুয়াদ্রাত। জানান, 'এক সপ্তাহ হল দিমিত্রি আমাদের সঙ্গে অনুশীলন করছে। একটা চিন্তা ছিল ও পরিবেশের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে। তবে এদিন অল্প সময়ের জন্য নেমে ও দেখিয়ে দিয়েছে কেন আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। একটা হাফ খেলে একটা গোল একটা অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছে দিমিত্রি।'
তবে সুযোগ নষ্ট নিয়েও এদিন মুখ খুলেছেন লাল হলুদ কোচ। তাঁর কথায়, 'আমাদের আরও গোল করা উচিত ছিল। অনেক সুযোগ নষ্ট হয়েছে। তবে পরের দিকে যে দল মানিয়ে নিয়ে খেলতে পেরেছে তাতে আমি খুশি। প্রথমে দল পিছিয়ে পড়েছিল। খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে যে জিততে পেরেছে তাতে আমি খুশি। '
ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার এদিন বলে গেলেন, 'দল এখনও পুরোপুরি ফিট হয়নি। কিছুটা সময় গেলে আরও ভাল খেলবে আশা করছি।' ইমামি কর্তা বিভাস আগরওয়ালকেও দলের খেলায় খুশি দেখাল। বলে গেলেন, ভাল খেলেছে দল। দিমিত্রি গতবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। আগামী তিনদিনের মধ্যে আমরা ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে ফেলব।'
তবে সুযোগ নষ্ট নিয়েও এদিন মুখ খুলেছেন লাল হলুদ কোচ। তাঁর কথায়, 'আমাদের আরও গোল করা উচিত ছিল। অনেক সুযোগ নষ্ট হয়েছে। তবে পরের দিকে যে দল মানিয়ে নিয়ে খেলতে পেরেছে তাতে আমি খুশি। প্রথমে দল পিছিয়ে পড়েছিল। খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে যে জিততে পেরেছে তাতে আমি খুশি। '
ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার এদিন বলে গেলেন, 'দল এখনও পুরোপুরি ফিট হয়নি। কিছুটা সময় গেলে আরও ভাল খেলবে আশা করছি।' ইমামি কর্তা বিভাস আগরওয়ালকেও দলের খেলায় খুশি দেখাল। বলে গেলেন, ভাল খেলেছে দল। দিমিত্রি গতবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। আগামী তিনদিনের মধ্যে আমরা ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে ফেলব।'
