আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকার জেরে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ম্যাচ বাতিলের জেরে এবার টিকিটের টাকা ফেরত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, টিকিটের সম্পূর্ণ রিফান্ড দেওয়ার বিষয়টি দেখভাল করার দায়িত্ব উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের।
বোর্ড এক্ষেত্রে কোনও দায়িত্ব নেবে নায ম্যাচ বাতিল হওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়। অনেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
বিসিসিআইয়ের টিকিট রিফান্ড নীতি অনুযায়ী, একটি বলও খেলা না হলে বা ম্যাচ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলে সার্ভিস চার্জ বাদ দিয়ে টিকিটের টাকা ফেরত পাওয়ার অধিকার থাকে দর্শকদের।
এই প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, ‘এটি রাজ্য ক্রিকেট সংস্থার আওতাধীন বিষয়, এক্ষেত্রে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচটি ইউপিসিএ আয়োজন করেছে, তাই তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যোগ্য কর্তৃপক্ষ। টিকিট সংক্রান্ত সমস্ত বিষয় রাজ্য সংস্থাই দেখে থাকে। বিসিসিআই কেবল আয়োজনের অধিকার দেয়।’
বুধবার রাতে একাধিকবার মাঠ পরিদর্শন করেন অন-ফিল্ড আম্পায়ার কে. এন. অনন্তপদ্মনাভন ও রোহন পণ্ডিত, সঙ্গে ছিলেন রিজার্ভ আম্পায়ার জে. আর. মদনাগোপাল।
কিন্তু কুয়াশার পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় রাত ৯.৩০ নাগাদ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাতিল হওয়ায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। চতুর্থ টি-টোয়েন্টি বাতিল হওয়ার পর ফের বিতর্ক শুরু হয়েছে শীতকালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের সূচি নির্ধারণ প্রসঙ্গে।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজটি ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে চলা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছিল।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে এই প্রথম লখনউয়ে কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হল। কিন্তু শীতের সময় উত্তর ভারতের দিকে ম্যাচ আয়োজন করা নিয়ে প্রশ্ন উঠে গেল।
বিতর্ক তৈরি হয়েছে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়েও। অতিরিক্ত কুয়াশার কারণে ম্যাচ বাতিলের ঘটনা ভারতের বড় আন্তর্জাতিক ম্যাচ প্রথম ঘটল।
পাশাপাশি, ভারতীয় ক্রিকেট এক অনাকাঙ্ক্ষিত নজির গড়ল। মাঠে কুয়াশা ও বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতি বোঝাতে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে মাঠের মধ্যেই মাস্ক পরতে দেখা যায়।
উত্তর ভারতে শীতকালে ম্যাচ আয়োজন দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। তবে দেবজিৎ সাইকিয়ার মতে, লখনউয়ে এই ম্যাচ পরিত্যক্ত হওয়াটা একেবারেই ব্যতিক্রমী ঘটনা।
