আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া প্রায় প্রত্যেক দলই মহড়া সারছে। কিন্তু মূল টুর্নামেন্টের ভাবনা ঢুকে পড়েছে প্রত্যেক শিবিরেই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মার্কি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যেক ম্যাচেই জ্বলে ওঠেন যশপ্রীত বুমরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ভারতীয় তারকা। তাই বুমরাকে নিয়ে বাড়তি কোনও পরিকল্পনা করতে চান না পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। 

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মহারণের আলোচনা। পাকিস্তানের বিরুদ্ধে আদৌ বুমরাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে আলোচনা চলছে। আকিব জাভেদ বলেন, 'ওদের বুমরার‌ ফিটনেস নিয়ে চিন্তিত থাকা উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও দলকেই হালকাভাবে নেওয়া যায় না। সেরা আটটা দল খেলছে। কোনও দলে বুমরার মতো বোলার থাকলে, সেটা তাঁদের প্লাস পয়েন্ট। তবে আমরা ওকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাব না।' ইংল্যান্ড সিরিজ শুরুর আগের দিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানান, বুমরার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় তাঁরা। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা।‌ সেই থেকেই মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।