আজকাল ওয়েবডেস্ক: এখনও প্রাপ্তবয়স্ক হননি। বয়স ১৭ বছর। আগামী ১৩ জুলাই ১৮ তে পা রাখবেন। কিন্তু তাঁর গার্লফ্রেন্ডের বয়স শুনলে চক্ষু চড়কগাছ হবে। ৩০ বছরের এক মহিলার সঙ্গে ছুটি কাটাতে গেলেন লামিনে ইয়ামাল। যা নিয়ে তোলপাড় স্প্যানিশ মিডিয়া। বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন বার্সিলোনা স্টার। সেখানে রিসর্ট, সুইমিং পুল, হেলিকপ্টার, বোট থেকে বিভিন্ন ছবি পোস্ট করেন। কিন্তু প্রশ্ন হল কার সঙ্গে গিয়েছেন? স্পেনের বেশ কিছু মিডিয়ায় দাবি, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে বেড়াতে যান ইয়ামাল। সেই মহিলার বয়স নাকি ৩০ বছর। সন্দেহের কারণ, একই সময় একই জায়গা থেকে দু'জন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। 

 স্প্যানিশ মিডিয়ায় দাবি উড়িয়ে দেন তারকা ফুটবলার। ইয়ামাল জানান, জাতীয় দলের এক সতীর্থের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। ডাইনিং টেবিলের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশন দেন, 'আমার বোন দারুণ রান্না করে।' কিন্তু ছবিতে তাঁর সঙ্গে কাউকে দেখা যায়নি। স্পেনের ওয়ান্ডারকিডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খোলেন মডেল তথা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। ফাতি লেখেন, 'কাউকে না চেনা সত্ত্বেও এত মানুষ কিভাবে মনে এত খারাপ ভাবনা পোষণ করে জানি না। যারা বাজে কথা বলছে, নিজেদের রুচির পরিচয় দিচ্ছে। আমি নিজের মতো থাকতে পছন্দ করি। যারা নিজেরা ভাল আছে, তাঁরা অন্যকে ধ্বংস করে না।' তিনি দাবি করেন, ইয়ামালের সঙ্গে সম্পর্কের জন্য তাঁকে প্রাণহানির হুমকিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গতবছর স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর বান্ধবী টিকটক স্টার অ্যালেক্স পাদিয়ার সঙ্গে দেখা যায় ইয়ামালকে। কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায়।