আজকাল ওয়েবডেস্ক: দিনেকেদিন বাড়ছে কম বয়সে জটিল রোগের আনাগোনা। অনেক ক্ষেত্রেই যার নেপথ্যে রয়েছে বাড়তি ওজন। আসলে শরীরের আনাচে কানাচে উঁকি মারা মেদ শুধুই বাহ্যিক সৌন্দর্যের জন্য জন্য, সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজন। তাই বাড়তি ওজন কপালে চিন্তার ভাঁজ ফেলে বই কী! তাই তো ডায়েট, শরীরচর্চা করে ওজন কমাতে কসরতের খামতি দেন না অনেকে। কিন্তু ওজন নিয়ে আপনি যে এত চিন্তিত, জানেন কি বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ঠিক কত ওজন হওয়া উচিত। ওজন নিয়ন্ত্রণে আনতে হলে আগে এই বিষয়ে জানা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রা, শরীরের ধরন, দৈনন্দিন কাজকর্ম আমাদের শরীরের ওজন নির্ধারণ করে। তবে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন ঠিক কত হওয়া উচিত তা জানা রেখে দরকার। সেক্ষেত্রে অনলাইন বিএমআই ক্যালকুলেটরে আপনার উচ্চতা, ওজন এবং বয়স দিলে নিজেই বডি মাস ইনডেক্স (বিএমআই) নির্ধারণ এবং সঠিক ওজনের ধারণা পাবেন। 

দেখে নেওয়া যাক বিএমআই ক্যালকুলেটর অনুযায়ী কত উচ্চতায় কত ওজন হওয়া উচিত-

৪ ফুট ১০ ইঞ্চি- ৪১ থেকে ৫২ কেজি
৫ ফুট- ৪৪ থেকে ৫৫.৭ কেজি 
৫ ফুট ২ ইঞ্চি- ৪৯ থেকে ৬৩ কেজির মধ্যে
৫ ফুট ৪ ইঞ্চি - ৪৯ থেকে ৬৩ কেজি। 
৫ ফুট ৬ ইঞ্চি - ৫৩ থেকে ৬৭ কেজি
৫ ফুট ৮ ইঞ্চি - ৫৬ থেকে ৭১ কেজি
৫ ফুট ১০ ইঞ্চি - ৫৯ থেকে ৭৫ কেজি 
৬ ফুট উচ্চতা - ৬৩ থেকে ৮০ কেজি

কোন বয়সে ওজন কত হওয়া উচিত? জেনে নিন সেই হিসেব- 

১৯-২৯ বছর - পুরুষের ওজন ৮৩.৪ কেজি এবং মহিলাদের ওজন ৭৩.৪ কেজি।
৩০-৩৯ বছর - পুরুষের ওজন ৯০.৩ কেজি এবং মহিলাদের ওজন ৭৬.৭ ৪০-৪৯ বছর - পুরুষের ওজন ৯০.৯ কেজি এবং মহিলাদের ওজন ৭৬.২ কেজি
৫০-৬০ বছর - পুরুষের ওজন ৯১.৩ কেজি পর্যন্ত এবং মহিলাদের ওজন ৭৭.০ কেজি

যদিও ভারতীয় চিকিৎসকদের একাংশ বিএমআইকে বিভ্রান্তিকর এবং ভুল বলে মনে করেন। কারণ বিএমআই মানদণ্ডটি মূলত পাশ্চাত্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এশিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে এর কিছু পরিবর্তন করা হয়েছে। আসলে পশ্চিমি দেশের তুলনায় আমাদের উচ্চতা কম হয়, শরীরে পেশির পরিমাণ কম থাকে এবং মেদ বেশি থাকে। 

যদিও বয়স অনুযায়ী ওজন ঠিক কত হওয়া উচিত, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কারণ বয়স, উচ্চতা, পুষ্টি, দেহের গড়ন ও বিভিন্ন ফ্যাক্টরের উপর আমাদের ওজন নির্ভর করে। তবে মাত্রাতিরিক্ত ওজন যে কোনও বয়সেই শরীরের জন্য বিপদজনক। তাই সময় থাকতেই সর্তক হওয়া জরুরি।