আজকাল ওয়েবডেস্কঃ অন্যকে প্রভাবিত করার ক্ষমতা সকলের থাকে না। নিজের কথার মাধ্যমে কারওর উপর প্রভাব খাটানো মানে শুধু কৌশলে কাজ করা নয়, সেই মানুষটির আচরণ ও মন বোঝাও গুরুত্বপূর্ণ। নিজের কথার উপর অন্যের ভরসা আনা একটি দক্ষতাও বটে। আপনি একটি দল পরিচালনা করুন বা সম্পর্ক তৈরি করুন কিংবা মতামত প্রকাশ করার চেষ্টা করুন, সবক্ষেত্রেই অন্যকে প্রভাবিক করার সঠিক উপায় জানা দরকার। 

১. কেউ আমাদের জন্য কিছু ভাল করলে স্বাভাবিকভাবেই তার পরিবর্তে আমরা কিছু করতে পছন্দ করি। একে বলা হয় পারস্পরিক নীতি-এই কৌশলে সঠিক উপায়ে আপনিও অন্যদের প্রভাবিত করতে পারেন। যখন আপনি কাউকে নিজের সময় দেন, প্রশংসা করেন তখন সেই ব্যক্তিও আপনার জন্য ইতিবাচক মানসিকতা পোষণ করেন।

২. শুধু যুক্তি দিয়ে নয়, আবেগকেও গুরুত্ব দিন। যা আপনাকে অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করবে, একইসঙ্গে প্রয়োজনে প্রভাবিতও করতে পারবেন। আপনার বক্তব্যকে ব্যক্তিগত গল্প, সহানুভূতি বা আবেগের মাধ্যমে উপস্থাপন করলে তা অন্যদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

৩. শরীরী ভঙ্গি বুঝুন। বেশিভাগ সময়ে দেখা গিয়েছে, একই মানসিকতার ব্যক্তিত্বের সঙ্গে মানুষ বেশি সম্পর্ক গড়তে পারেন। কথা বলার সময়ে অন্যের শরীরী ভঙ্গি, স্বর, বাচিক ভঙ্গিমা লক্ষ্য করুন। এতে অন্য কাউকে প্রভাবিত করা অনেক সহজ হবে। 

৪. অন্যকে গুরুত্ব দিন। কারওর নাম মনে রাখা, নির্দিষ্ট কাজের জন্য ধন্যবাদ জানানো কিংবা মতামত নেওয়া-এইভাবে অন্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যখন কেউ নিজেকে মূল্যবান অনুভব করেন তখন আপনার মতামতকেও সেই ব্যক্তি সম্মান জানাবেন।


৫. আপনার কথায় বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতা তৈরি করুন। নিজের কথায় বিশ্বাস করানোর জন্য ধারাবাহিকভাবে বিশ্বাসযোগ্যতা আনা জরুরি। এতেই আপনার যে কোনও কথাতেই সকলে বিশ্বাস করতে পারবে। ব্যবহারেও ধারাবাহিকতা রাখুন। নিজের বিশ্বস্ত প্রতিচ্ছিবি অন্যকে প্রভাবিত করতে সাহায্য করবে।