আজকাল ওয়েব ডেস্ক: অভিনেত্রীরা বরাবরই আমজনতার অনুপ্রেরণা। তা সে তারকার ছিপছিপে চেহারাই হোক কিংবা কোমল-মোলায়েম ত্বক। রূপোলি পর্দার জগতের মানুষেরা রূপচর্চার জন্য সালোঁয় যান,  নামীদামি প্রসাধনী ব্যবহার করেন, সাধারণ মানুষের এমন ধারণা অস্বাভাবিক নয়। পেশার তাগিদে তাঁদের রূপচর্চার দিকে বেশি নজর দিতে হয় বই কী! তবে তা দামি প্রসাধনীর উপর নির্ভর করে নয়, বরং রোজকার ত্বকের যত্নে ঘরোয়া উপাদানের উপরই আস্থা রাখেন বেশিরভাগ তারকা। এই তালিকায় রয়েছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়াও।  অভিনয়ের পাশাপাশি তাঁর দাগ, ছোপহীন উজ্জ্বল ত্বকের জন্য অনুরাগীদের নজর কাড়েন ‘স্ত্রী ২’-এর আইটেম ড্যান্সার।

চড়া মেকআপ করা থাকলেও তামান্নার ত্বক নিখুঁত, হাইড্রেটেড। যার কারণ ত্বকের যত্নের জন্য ঘরোয়া উপায় ছোটবেলা থেকেই মেনে চলেন ‘বাহুবলী’-র অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্কিনকেয়ার টিপস শেয়ার করেছেন তিনি। যেখানে হেঁশেলের সামান্য উপকরণ দিয়ে তৈরি তিনি যে স্ক্র্যাব ও মাস্ক ব্যবহার করেন তা তৈরি করে দেখিয়েছেন। 

স্ক্রাবের উপকরণ:

গুঁড়ো চন্দন: ১ টেবিল চামচ
কফি: আধ টেবিল চামচ
মধু: ১ টেবিল চামচ

পদ্ধতি:

মুখের ত্বক গভীরভাবে পরিষ্কার করতে এবং মরা কোষ দূর করতে স্ক্রাবের প্রয়োজন। স্ক্রাব তৈরি করার জন্য চামচ চন্দন গুঁড়ো, মধু ও কফি যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি চোখ বাদে গোটা মুখে লাগাতে হবে। ১০ মিনিটের জন্য রেখে হালকাভাবে স্ক্রাবিং করে ধুয়ে ফেলতে হবে।

ফেসপ্যাকের উপকরণ:
১ চামচ বেসন
১ চামচ দই 
১ চামচ গোলাপজল 

পদ্ধতি:
বেসন, দই ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। ত্বকের যত্নের জন্য বেসনের ফেসপ্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বককে ময়েশ্চারাইজিং ও হাইড্রেটিং রাখতে প্যাকে দইয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই প্যাকটি ১০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেললেই ত্বক থাকবে নরম ও মোলায়েম।