আজকাল ওয়েবডেস্ক: মানুষ পারে না, কিন্তু রোবট পারবে। নিজের ক্ষত নিজেই সারিয়ে তুলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। অন্তত এমনটাই দাবি করলেন নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা। গবেষক এরিক মার্কভিকার নেতৃত্বে এক গবেষকদল একটি নরম রোবোটিক সিস্টেম তৈরি করেছেন যা ত্বকের ক্ষতি শনাক্ত করতে এবং নিজে থেকেই তা মেরামত করতে সক্ষম।

এই সিস্টেমের কেন্দ্রে রয়েছে বিশেষ এক ধরনের কৃত্রিম পেশি। এই পেশি একাধিক স্তর দিয়ে গঠিত। একটি স্তরে সিলিকনের মধ্যে তরল ধাতুর সেন্সর বসানো আছে, যা পাংচার বা চাপ অনুভব করতে পারে। একবার ক্ষত শনাক্ত হলে, ত্বকের উপাদানের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ পাঠায় রোবট। মানবদেহের স্নায়ু সংবেদের মতোই এই বৈদ্যুতিক প্রবাহ ক্ষতিগ্রস্ত স্থানে একটি নতুন পথ তৈরি করে। রোবটটি ক্ষতস্থানে তাপ উৎপন্ন করে। এই তাপ স্বয়ংক্রিয়ভাবে ক্ষতস্থানের চারপাশের কৃত্রিম পেশি গলিয়ে ক্ষতের মুখ বন্ধ করে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গোটা প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয় না।

গবেষকদের দাবি এই পদ্ধতি দেখায় যে ভবিষ্যতে মানবদেহের জন্য যদি এমন কিছু আবিস্কার করা যায় তাহলে মানবসভ্যতা লাভবান হবে। আবার এই প্রক্রিয়ার মাধ্যমে রোবটের মেরামতির খরচ কমে যাবে বলেও মত বিশেষজ্ঞদের একাংশের। কিন্তু এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন কিছু মানুষ। আদৌ কি রোবটকে এমন বিস্ময়কর গুণে গুণান্বিত করা মানুষের পক্ষে মঙ্গলজনক হবে? উঠছে প্রশ্ন।