আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র এমন এক জিনিস যার অনেকটাই নির্ভর করে বিশ্বাসের উপর। কেউ কেউ মেনে চলেন কেউ মানেন না। তবে যাঁরা জ্যোতিষ মানেন তাঁরা জানেন, এই শাস্ত্র শুধু হস্তরেখা বা গ্রহ নক্ষত্রের কথা বলে না। কে কী পরিধান করলে কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কেও বিভিন্ন ধারণা দিতে পারে। জানেন কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভুল করেও এই ছয়টি জিনিস ধার করা উচিত না।

ব্যবহৃত পোশাক
অন্য কারও ব্যবহৃত পোশাক পরিধান করা থেকে বিরত থাকুন। এতে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে এবং আপনার ভাগ্য দুর্বল হয়ে যেতে পারে। কারণ অপরের দুর্ভাগ্য বহন করতে পারে সেই পোশাকগুলি।

ঘড়ি
অন্য কারও ঘড়ি ধার করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। সময় জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। তাই সেটা নিজের হাতে থাকাই ভাল।

কলম
কখনও কারও কলম ধার করবেন না। অন্যের থেকে ধার করা কলম কর্মক্ষেত্র ও লেখাপড়াতে আপনার অগ্রগতি এবং সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে।

রুমাল, চিরুনি, আংটি এবং লবণ
এই জিনিসপত্রগুলি ধার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলি আপনার জীবনে আর্থিক অসুবিধা ডেকে আনতে পারে।

সিঁদুর এবং চুড়ি
কখনও ধার করা সিঁদুর বা চুড়ি ব্যবহার করবেন না, কারণ এগুলি আপনার পরিবারে দ্বন্দ্ব এবং অশান্তি সৃষ্টি করতে পারে।

বিছানা
অন্য কারও বিছানা ধার করলে বাড়িতে দারিদ্র্য এবং দুর্ভাগ্য আসতে পারে।

তবে মনে রাখবেন এই সবই সাধারণ ভাবে বলা। বিভিন্ন বস্তুর গুরুত্ব মানুষ ভেদে ভিন্ন হতে পারে।