আজকাল ওয়েবডেস্ক: আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। শাস্ত্রমতে বৃহস্পতিবার নারায়ণের দিন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ শিব যোগ এবং সিদ্ধি যোগের প্রভাব থাকবে। ফলে নারায়ণের পাশাপাশি মিলবে মহাদেবের আশীর্বাদও। মনের কারক চন্দ্র আজ থাকবেন কর্কট রাশিতে। আর সূর্য থাকবেন কন্যা রাশিতে। তাহলে সব মিলিয়ে কোন রাশির ভাগ্য কেমন যাবে? আসুন দেখে নেওয়া যাক।

 

মেষ

কর্মক্ষেত্রে আপনার দায়িত্বজ্ঞান প্রশংসা পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। উপার্জনের নতুন পথের সন্ধান পেলেও, আকস্মিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষত পেটের সমস্যায় ভুগতে পারেন।

বৃষ

আজ আপনার ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রাখলে সমাধান মিলবে। পারিবারিক জীবনে শান্তি থাকবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে মন ভালো হয়ে যেতে পারে। বিনিয়োগের জন্য দিনটি শুভ।

মিথুন

সৃজনশীল কাজে সাফল্য পাবেন। আপনার উদ্ভাবনী চিন্তা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা। তবে কথা বলার সময় সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যাত্রাযোগ শুভ।

কর্কট 

পারিবারিক বিষয় প্রাধান্য পাবে। গৃহ নির্মাণ সংক্রান্ত কোনও কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন। মানসিক চাপ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে বংশে হৃদরোগের ইতিহাস থাকলে অতিরিক্ত সতর্ক থাকুন।

 

সিংহ

আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে এবং সেই সুযোগ কাজে লাগালে সফল হবেন। সামাজিক অনুষ্ঠানে সম্মান বৃদ্ধির যোগ। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সেদিকে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে।

কন্যা

চেষ্টা করুন কিছুটা পরিকল্পনা মাফিক চলার, নয়তো কোনও কাজই ঠিক মতো হবে না। কর্মক্ষেত্রে গোছানো কাজের জন্য প্রশংসা পাবেন। পুরনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে।

তুলা

সম্পর্কের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। অংশীদারি ব্যবসায় উন্নতি হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, তাতে আপনারই লাভ হবে। আর্থিক দিক থেকে দিনটি অনুকূল।

বৃশ্চিক

আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা লড়াই করতে হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন। দিনের শেষে আর্থিক কোনও সুখবর পেতে পারেন। মনকে শান্ত রাখতে যোগা বা ধ্যান করতে পারেন।

ধনু

শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। জ্ঞানার্জনের প্রতি আপনার আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে ভাগ্য সহায় থাকবে। প্রেম ও রোম্যান্সের জন্য দিনটি ভাল।

মকর

কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দায়িত্ব বাড়বে, তবে আপনি তা ভালভাবে সামলাতে পারবেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্যের যোগ। পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কুম্ভ

ছোট কোনও ভ্রমণের সুযোগ আসতে পারে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যোগাযোগমূলক কাজে সাফল্য পাবেন। লেখক, সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষ শুভ। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে।

মীন

আর্থিক বিষয়ে আজ শুভ ফল পাবেন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভাল লাগবে। কথা বলার সময় নম্রতা বজায় রাখুন, নয়তো সম্পর্কে প্রভাব পড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। চোখের সমস্যা থেকে সাবধান।