আজকাল ওয়েবডেস্ক: বহু কষ্টে গোপন রেখেছিলেন নিজের এক ‘ভুল’ সিদ্ধান্তের কথা। কিন্তু ইতিহাস যে এভাবে কঠিন বাস্তব হয়ে ফিরে আসবে সেকথা স্বপ্নেও ভাবেননি আমেরিকার এক গৃহবধূ। সম্প্রতি নিজের সেই অভিজ্ঞতার কথা নেট মাধ্যম রেডিটে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ঠিক কী ঘটেছে তাঁর জীবনে?
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা লিখেছেন, “তখন আমার ৩৮ বছর বয়স। আমার মেয়ের বয়স ১৮। হঠাৎ শুনি সে হ্যারি নামের একটি ছেলের সঙ্গে মেলামেশা করছে। ২৪ বছরের হ্যারি আমাদের বাড়িতেও আসতে শুরু করে। কিন্তু আমি দেখেই বুঝেছিলাম ছেলেটি সুবিধের নয়। বিভিন্ন রকম নেশা করত সে। আমি স্বীকার করছি, মা হিসাবে খুব একটা ভাল ছিলাম না। কিন্তু মেয়ের খারাপ হোক তাও চাইনি কোনও দিন। সেই জন্যেই একদিন হ্যারিকে বাড়িতে ডাকি, বোঝানোর জন্য। যাতে ও মেয়েকে ছেড়ে চলে যায়। কিন্তু ও বাড়িতে এসে নেশা করতে শুরু করে। আমিও সে সময় মাদকাসক্ত ছিলাম। ও কথা বলতে বলতে আমায় মাদক সেবনের প্রস্তাব দেয়। আমিও নিজেকে সামলাতে পারিনি। কিন্তু মাদক সেবনের পরেই বড় বিপদ ঘটে। আমরা মত্ত অবস্থায় সঙ্গমে লিপ্ত হই। নিরোধ ব্যবহার করার কথাও মাথায় ছিল না। মাস খানেক পর বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। কিন্তু এই কথা কাউকে জানানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি একা একা গিয়েই গর্ভপাত করাই।”
মহিলার আক্ষেপ তাঁর কোনও কথাই শোনেননি মেয়ে। হ্যারিকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তার পর কেটে গিয়েছে ১৬ বছর। মেয়ে জামাই এখন টেক্সাসে থাকে। তাঁদের এক সন্তানও রয়েছে। কিন্তু অতীতের ঘটনার জন্য মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতেও কুণ্ঠা বোধ করেন শাশুড়ি। ওই ঘটনার পর তিনি আর কোনও দিন মাদক স্পর্শ করেননি বলে জানিয়েছেন মহিলা। তবু ৫৪ বছর বয়সে এসেও পাপবোধ কমছে না তাঁর। মহিলার দাবি, তাঁর মতো ভুল যেন আর কেউ না করেন, সে কথা প্রচার করতেই এই স্বীকারোক্তি প্রকাশ করেছেন তিনি।
