আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জো বার্নস নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছিলেন ক্রিকেটে
ইতালিকে নেতৃত্ব দিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছিল ইতালি।
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে চারটি শতরানের মালিক। সেই জো বার্নসকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না ইতালি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ইতালির ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, জো বার্নসের জায়গায় ইতালির হয়ে নেতৃত্ব করবেন ওয়েন ম্যাডসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি দলে জো বার্নসকে বিবেচনাই করা হচ্ছে না।
এই বার্নসকেই বলতে শোনা গিয়েছিল, ''বিশ্বকাপে ইতালির টুপি মাথায় পরা হবে আমাদের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। আমরা জানি এর গুরুত্ব ঠিক কতটা। আমরা এমন একটা দল তৈরি করেছি যারা বিশ্ব মঞ্চে চমক দিতে পারে।''
জো বার্নস তাঁর জার্সি নম্বর ৮৫ নির্বাচন করেছেন তাঁর প্রয়াত ভাই ডোমিনিকের স্মৃতিতে। ইতালির হয়ে খেলার সিদ্ধান্তও এসেছে তাঁর পরিবারের ইতিহাস থেকে। বার্নসের ঠাকুমা ও ঠাকুরদা ছিলেন ইতালির নাগরিক। সেই বার্নসকেই দেখা যাবে না টি-টোয়েন্টি বিশ্বকাপে।
