আজকাল ওয়েবডেস্ক:‌ লখনউতে চতুর্থ টি–টোয়েন্টিতে নামার আগেই সুখবর বরুণ চক্রবর্তীর জন্য। সতীর্থ জসপ্রীত বুমরাকে পিছনে ফেলে দিলেন এই মিস্ট্রি স্পিনার। আইসিসি’র টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার এখন বরুণ। আইসিসি প্রকাশিত ১৭ ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী, তিনি পিছনে ফেলেছেন তাঁরই সতীর্থ বুম বুম বুমরাকে।


২০১৭ সালের ১ ফেব্রুয়ারি কেরিয়ারে সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন বুমরা। সেই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে কেরিয়ারের সেরা ৭৮৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। বুধবার রেটিং পয়েন্টের দিক থেকে টিম ইন্ডিয়ার পেসারকে পিছনে ফেলেছেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮।
কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে টি–টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। তবে বরুণ ছাড়া শীর্ষ দশে আর কোনও ভারতীয় বোলার নেই। এছাড়াও বড় তথ্য হল বরুণ ছাড়া আর কারও পয়েন্ট ৭০০–র গণ্ডি পার হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি বোলার জেকব ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯। ১১৯ রেটিং পয়েন্ট এগিয়ে রয়েছেন বরুণ। 


এদিকে, ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে চারে আছেন ভারতের তিলক বর্মা। শীর্ষে আছেন অভিষেক শর্মা। প্রথম দশে আর কোনও ভারতীয় ব্যাটার নেই। তবে বরুণের উত্থান সত্যিই হয়েছে দ্রুতগতিতে। চলতি বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল বরুণের। এরপর নভেম্বরের শুরুতেও বোলারদের টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি। তখন ৭৯৯ রেটিং পয়েন্টে ছিলেন। প্রসঙ্গত, চলতি ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় উইকেট নিয়েছেন বরুণ। 

এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সবাই দল গুছিয়ে নিচ্ছে। পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। দলের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিলেন আর শ্রীধর। টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষপর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করল শ্রীলঙ্কা। ১১ ডিসেম্বর থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হল শ্রীলঙ্কা। ৮ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া মাত্র তাঁর চুক্তিও শেষ হয়ে যাবে। যৌথভাবে আসন্ন বিশ্বকাপের আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। বিসিসিআইয়ের এই লেভেল থ্রি কোচের অভিজ্ঞতা প্রচুর। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ ছিলেন শ্রীধর। মোট ৩০০ ম্যাচে এই দায়িত্বে ছিলেন। দুটো একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। দুটো টি–টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করেন। নতুন ভূমিকায় শ্রীলঙ্কার ফিল্ডিং উন্নতি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শ্রীধর।