আজকাল ওয়েবডেস্ক: এমনটা যে হতে চলেছে, তা জানাই ছিল। এএফসি-র শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দিল, ২০২৭-২৮ পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
এএফসি পর্যায়ে যোগ্যতা অর্জন করলেও তারা খেলতে পারবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। অষ্টমীর রাতে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ-মেরুনের।
বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার জন্য ইরানে যাওয়া সম্ভব হয়নি মোহনবাগানের পক্ষে। মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করেও সেই সমস্যা মেটাতে পারেনি। দেশীয় ফুটবলার নিয়ে ইরানে যেতে চায়নি ম্যানেজমেন্ট।
গত বছরও এমনই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চাননি।
নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়। এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে এএফসি-র শৃঙ্খলারক্ষা কমিটি জানায়, ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসি টুর্নামেন্টে খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির।
