আজকাল ওয়েবডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড! কখনও শুনেছেন, পোষা কুকুরের নাম নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ এমন পর্যায়ে পৌঁছতে পারে যে তা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়? শুধু তাই নয়, সেই বিবাদের জেরে রীতিমতো মারধর এবং রক্তারক্তি কাণ্ডও ঘটে যায়? শুনতে অবাক লাগলেও, মধ্যপ্রদেশের ইন্দৌর সম্প্রতি এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। অভিযোগ, এক ব্যক্তি তাঁর প্রতিবেশীকে ব্যঙ্গ ও অপমান করার উদ্দেশ্যেই নিজের পোষা কুকুরের নাম রেখেছিলেন ‘শর্মা’। আর সেই নাম ধরেই দিনের পর দিন কুকুরটিকে ডেকে ব্যঙ্গ-বিদ্রূপ করতেন। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হতে হল প্রতিবেশী দম্পতিকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই দম্পতি থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সূত্রপাত ইন্দৌরের রাজেন্দ্র নগর থানা এলাকার একটি আবাসনকে কেন্দ্র করে। অভিযোগকারী বীরেন্দ্র শর্মা এবং তাঁর স্ত্রী কিরণ শর্মার সঙ্গে তাঁদের প্রতিবেশী ভূপেন্দ্র সিংহের সম্পর্ক দীর্ঘ দিন ধরেই তিক্ত ছিল। বীরেন্দ্র শর্মার অভিযোগ, সম্প্রতি ভূপেন্দ্র একটি কুকুর পোষা শুরু করেন এবং ইচ্ছাকৃত ভাবেই সেই কুকুরের নাম রাখেন ‘শর্মা’। উদ্দেশ্য ছিল একটাই- তাঁদের পরিবারকে অপমান করা। বীরেন্দ্র পুলিশকে জানিয়েছেন, ভূপেন্দ্র শুধু কুকুরের নাম ‘শর্মা’ রেখেই থেমে থাকেননি, বরং তাঁদের সামনেই, কখনও বন্ধুদের সঙ্গে আড্ডার সময়ে কুকুরটিকে ‘শর্মাজি’ বলে ডেকে আপত্তিকর মন্তব্য করতেন। এই ঘটনায় তাঁরা অত্যন্ত অপমানিত বোধ করছিলেন।
বীরেন্দ্র শর্মার কথায়, “প্রথম দিকে আমরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দিনের পর দিন এই ব্যঙ্গ সহ্য করা কঠিন হয়ে পড়ছিল। বৃহস্পতিবার রাতে ভূপেন্দ্র তাঁর বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ফের কুকুরটিকে ‘শর্মাজি’ বলে ডেকে নানা রকম অঙ্গভঙ্গি করছিলেন। আমরা এর প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।” অভিযোগ, প্রতিবাদ শুনেই ভূপেন্দ্র এবং তাঁর সঙ্গীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কথা কাটাকাটি হতে হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ, এর পরেই ভূপেন্দ্র এবং তাঁর দুই সঙ্গী বীরেন্দ্র ও তাঁর স্ত্রী কিরণের উপর চড়াও হন। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই হামলায় ওই দম্পতি গুরুতর জখম হন। ঘটনার পর তাঁরা কোনওক্রমে রাজেন্দ্র নগর থানায় পৌঁছন এবং ভূপেন্দ্র সিংহ ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
এই অদ্ভুত অভিযোগ পেয়ে প্রথমে পুলিশও কিছুটা অবাক হয়। কিন্তু দম্পতির আঘাত এবং ঘটনার গুরুত্ব বুঝে তারা অবিলম্বে পদক্ষেপ করে। রাজেন্দ্র নগর থানার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা রুজু করেছি। ভূপেন্দ্র সিংহ এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আহত দম্পতির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহুরে জীবনে প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতি যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, এই ঘটনাই যেন তার প্রমাণ। একটি পোষ্যের নামকে কেন্দ্র করে এমন হিংসাত্মক ঘটনা শুধু আশ্চর্যজনকই নয়, সমাজতাত্ত্বিকদের মতে, এটি এক ধরনের সামাজিক অসহিষ্ণুতারও প্রতিফলন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে। আপাতত, একটি কুকুরের নামকে ঘিরে তৈরি হওয়া এই নজিরবিহীন বিবাদের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।
