আজকাল ওয়েবডেস্ক: ৩২ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে শিরোনামে শিল্পোদ্যোগী করিশ্মা মেহতা। ইনস্টাগ্রামে নিজেই ডিম্বাণু সংরক্ষণের কথা ভক্তদের জানিয়েছেন করিশ্মা। নিজের পোস্টে তিনি লিখেছেন, "এই মাসের শুরুতেই ডিম্বাণু হিমায়িত করিয়েছি।" প্রসঙ্গত এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ৩০ পেরোনোর পর নিজের ডিম্বাণু সংরক্ষণ করার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। 

ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজিং বিষয়টি ঠিক কী? বিশেষজ্ঞদের মতে, এটি একটি কৃত্রিম প্রজনন কৌশল। এই প্রক্রিয়ায় একজন মহিলার ডিম্বাশয়কে ওষুধ দিয়ে উদ্দীপিত করা হয় যাতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। এর পর এই ডিম্বাণুগুলিকে সংগ্রহ করে, হিমায়িত করা হয় এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়।

ডিম্বাণু সংরক্ষণ করার এই প্রক্রিয়া 'উসাইট ক্রায়ো প্রিসার্ভেশন' নামেও পরিচিত। আসলে যাতে কোনও নারী নিজের ইচ্ছেমতো সময়ে মা হতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। অনেক সময় দেখা যায় কাজের চাপে বা অন্যান্য কারণে অল্প বয়সে সন্তান নেওয়ার সুযোগ থাকে না মহিলাদের। পরবর্তী জীবনে কোনও শারীরিক অসুবিধার কারণে যাতে তাঁদের সন্তান ধারণে কোনও অসুবিধা না হয় তার জন্যই ডিম্বাণু সংরক্ষণ করা হয়। একই কৌশলে কোনও নারী চাইলেই ডিম্বাণু দানও করতে পারেন। সেক্ষেত্রে সন্তানধারণে অক্ষম কোনও মহিলা অন্য কারও ডিম্বাণু গর্ভধারণের জন্য ব্যবহার করতে পারবেন। ৩০ পেরিয়ে গেলে অনেক ক্ষেত্রে ডিম্বাণুর গুণমান এবং পরিমাণ হ্রাস পেতে পারে, তাই ডিম্বাণু হিময়িত করার পদ্ধতির মাধ্যমে তিরিশের পরেও মা হওয়া থেকে বঞ্চিত হবেন না নারীরা।