প্রতিটি ঘরেই দিনে বহুবার ওয়াশবেসিন ব্যবহার করা হয়। হাত ধোওয়া, দাঁত ব্রাশ করা বা মুখ ধোওয়ার সময় প্রতিবারই এতে জল এবং সাবানের দাগ থেকে যায়। ধীরে ধীরে এই দাগ জমে বেসিনের গায়ে হলদেটে এবং নোংরা আস্তরণ তৈরি করে। আমরা প্রায়ই এগুলোকে জোরে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় এই জেদি দাগ সহজে ওঠে না। ফলে ওয়াশবেসিন নোংরা এবং কদর্য দেখাতে শুরু করে। বাজারে পাওয়া দামি ক্লিনার দিয়েও অনেক সময় দাগ পুরোপুরি ওঠে না, আর এতে বাজেটেও চাপ পড়ে। এমন অবস্থায় রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই এমন এক মিশ্রণ তৈরি করা যায়, যা দিয়ে সামান্য পরিশ্রমেই বেসিনকে ঝকঝকে করে তোলা যাবে। লেবু এবং বেকিং সোডা দিয়ে তৈরি দেশি ক্লিনার একবারেই আপনার ওয়াশবেসিনকে চকচকে করে দেবে।

কেন পড়ে ওয়াশবেসিনে হলুদ দাগ?

ওয়াশবেসিনে বারবার জল পড়তে থাকলে এর গায়ে ক্যালসিয়াম এবং খনিজের আস্তরণ জমতে শুরু করে। এর পাশাপাশি সাবানের ফেনা, টুথপেস্টের কণা এবং ধুলো-ময়লা লেগে গিয়ে এটিকে হলুদ এবং নোংরা করে তোলে। যদি এগুলো সময়মতো পরিষ্কার না করা হয়, তবে দাগ আরও গাঢ় হয়ে যায় এবং পরে তা তোলা কঠিন হয়ে পড়ে।

ঘরোয়া এই ক্লিনার তৈরি করতে লাগবে
২টো লেবু
১ চা চামচ বেকিং সোডা
১ কাপ উষ্ণ গরম জল
 এই জিনিসগুলি সহজেই বাড়িতে পাওয়া যায় এবং এগুলো দিয়ে বানানো মিশ্রণ ব্যবহার করলে আলাদা করে কোনো কেমিক্যাল ক্লিনার লাগবে না।

ক্লিনিং মিশ্রণ কীভাবে বানাবেন?
প্রথমে লেবু দু’টি কেটে রস বার করে নিন। এবার সেই রসে বেকিং সোডা মেশান। সঙ্গে সঙ্গে ফেনা উঠতে শুরু করবে। ভালভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ওয়াশবেসিনে জমে থাকা দাগ আর ময়লা তুলতে দারুণ কাজে আসবে।

ব্যবহার করার পদ্ধতি
যেখানে যেখানে দাগ বা ময়লা আছে, সেখানে পেস্ট লাগিয়ে দিন।
প্রায় ১০–১৫ মিনিট রেখে দিন, যাতে লেবুর অ্যাসিড আর বেকিং সোডা কাজ করতে পারে।
তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

এরপর দেখবেন দাগ একেবারে উধাও হয়ে গিয়েছে আর ওয়াশবেসিন একেবারে নতুনের মতো ঝকঝকে দেখাচ্ছে।

কেন এত কার্যকর?
লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যা দাগ আর ক্যালসিয়ামের স্তর নরম করে ফেলে।
বেকিং সোডা হালকা স্ক্রাবারের মতো কাজ করে এবং খুব বেশি ঘষা ছাড়াই ময়লা তুলে দেয়।
এই দুইয়ের মিশ্রণে একদম প্রাকৃতিক এবং কার্যকর ক্লিনার তৈরি হয়।

দরকারি টিপস
সপ্তাহে অন্তত দু’বার এই মিশ্রণ ব্যবহার করলে দাগ জমতে পারবে না।
দাগ যদি অনেক পুরনো হয়, তাহলে পেস্ট লাগানোর পর হালকা স্ক্রাবার দিয়ে ঘষুন।
লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যায়, সেটিও সমান কার্যকর।
সুন্দর ঘ্রাণ চাইলে মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।

এই ঘরোয়া উপায়ের সুবিধা
এটি সম্পূর্ণ প্রাকৃতিক, কোনও ক্ষতিকর রাসায়ানিক নেই।
খরচ কম, ফল তৎক্ষণাৎ দেখা যায়।
কোনো স্ক্র্যাচ ফেলে না এবং ওয়াশবেসিন দীর্ঘদিন চকচকে থাকে।
তাই বেসিন নোংরা বা হলদেটে লাগলে আর দামি ক্লিনার কিনতে হবে না। শুধু লেবু আর বেকিং সোডা দিয়ে বানানো এই দেশি মিশ্রণ ব্যবহার করুন আর কয়েক মিনিটেই বেসিনকে নতুনের মতো ঝকঝকে করে ফেলুন।