খাতায় কলমে বর্ষাকালের বিদায় নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। শরতের আকাশেও মাঝে মাঝে উঁকি দিচ্ছে মিঠে রোদ। কিন্তু বৃষ্টি আর পিছু ছাড়ছে কই! কখনও মুষলধারে, আবার কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি, খানিক বাদেই চড়া রোদ। সঙ্গে বাতাসে চরম আর্দ্রতা। আশ্বিনের শুরুতেও ঘন ঘন আবহাওয়ার ভোলবদল। এই বৃষ্টির মরশুম যতই রোমান্টিক হোক, এই সময়ে যে হাজার একটা সমস্যাও সম্মুখীন হতে হয়! বিশেষ করে ভিজে জামাকাপড় শুকোনো করা রীতিমতো চ্যালেঞ্জই বটে! বাইরে বেরতে হলে জামা কাপড় কাচাও প্রয়োজন। এবার প্রশ্ন হল, বৃষ্টির দিনে কীভাবে ভিজে জামা-জুতো শুকনো করবেন। একটানা রোদের দেখা না মিললে অগত্যা ঘরের মধ্যেই শুকানোর ব্যবস্থা করতে হয়। যার জন্য জানতে হবে সঠিক নিয়ম। তাহলে জেনে নিন ঘরে কীভাবে দ্রুত ভিজে কাপড়-জুতো শুকাবেন।
* ফ্যান ব্যবহার করুন অথবা জানালা খুলুন। ভেজা জামা শুকানোর জন্য ঘরে ভাল বাতাস চলাচল করা প্রয়োজন। আপনার কাপড়ের কাছে একটি স্ট্যান্ডিং ফ্যান রাখুন, অথবা খোলা জানালার কাছে কাপড় ঝুলিয়ে দিন। বাতাস চলাচলের সঙ্গে সঙ্গে, আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হবে। ফলে দ্রুত শুকিয়ে যাবে। যে ঘরে ঘুমাবেন, সেখানে কাপড় না শুকানোই ভাল। তাতে অতিরিক্ত আর্দ্রতায় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া ভেজা কাপড়ের আর্দ্রতা থেকে সর্দি-কাশি হওয়ার আশঙ্কা থাকে। যে ঘরে কাপড় শুকাবেন, সেখানে যদি বাটিতে খানিক নুন রেখে দেন, তাহলে সেই নুনটুকু আর্দ্রতা শুষে নেবে। ফলে সহজেই কাপড় শুকিয়ে যাবে।
* কাপড় খুব কাছাকাছি ঝুলিয়ে রাখবেন না! প্রতিটি জিনিসের চারপাশে বাতাস যাতে অবাধে চলাচল করে, সেজন্য জায়গা ছেড়ে দিতে হবে। এতে খুব তাড়াতাড়ি সহজ জামাকাপড় শুকিয়ে যাবে। কারণ আর্দ্রতা বেরিয়ে যাওয়ার জায়গা পাবে।
আরও পড়ুনঃ কোনও কারণ ছাড়াই রাতদিন পা চুলকাচ্ছে? সাবধান! লুকিয়ে থাকতে পারে মারাত্মক রোগ! কখন সতর্ক হবেন?
* এখন বেশিরভাগ ওয়াশিং মেশিনেই জামা কাপড় প্রায় ৮০ শতাংশ শুকনো হয়ে মেশিন থেকে বের হয়। এক্ষেত্রে সেই জামা ঘরে দড়ি টাঙিয়ে মেলে দিতে পারেন। জামাকাপড় মেলার সময় হ্যাঙ্গার ব্যবহার করুন। টানটান করলে মেললে তাড়াতাড়ি শুকাবে। এছাড়াও ঘরে জামাকাপড় মেলার স্ট্যান্ড কিনে ফ্য়ান চালিয়ে দিতে পারেন।

* জামা কাচার পর ভাল করে জল নিংড়ে নিন। কাচার পরে বাথরুমে খানিকক্ষণ জামা কাপড় ঝুলিয়ে রাখুন। তারপর সেই জামা আপনি হেয়ার ড্রায়ার দিয়ে আধা শুকনো করে নিতে পারেন। তারপর ঘরের দড়িতে টানটান করে মেলে দিন। বাড়িতে বারান্দা থাকলে, সেখানে যদি বৃষ্টির জল আসার আশঙ্কা না থাকে, তবে সেখানেও মেলতে পারেন।
* আপনি যদি রবারের জুতো ব্যবহার করেন, তবে চিন্তা করার কিছু নেই। তবে কাপড় বা চামড়ার জুতো ব্যবহার করলে তা শুকনো করা সমস্য়া হয়। বাড়িতে প্রথমেই জুতোর সোল বের করে নিন। তা পাখার নিচে রেখে দিন। এতেই শুকিয়ে যাবে। সঙ্গে আপনার জুতোর মধ্য়ে শুকনো খবরের কাগজ রেখে দিন। সেই কাগজ জল শুষে নেবে। জুতোকে খবরের কাগজ মুড়িয়ে রাখলে কিছুক্ষণ পর কাগজ ভিজে যাবে। এভাবে জুতো শুকনো করে নিতে পারেন বৃষ্টির দিনেও।
