সদ্যই শুরু হয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। এখনও এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই নায়িকার মৃত্যু ঘটেছে। আর গল্পে চমক দিয়ে এন্ট্রি নিচ্ছে নতুন নায়িকা। রূপমঞ্জরীর মৃত্যুর পর গোরার জীবনে কে দ্বিতীয়বার প্রেমের ছোঁয়া নিয়ে আসতে চলেছে?
'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সাপের কামড়ে রূপমঞ্জরী মারা যাওয়ার পর শোকে কাতর গোরা। সে কারও সঙ্গে কথা বলে না। খায় না। চুপ করে গিয়েছে একেবারেই। বাড়ির বাকিদেরও তথৈবচ অবস্থা। কিন্তু ছেলের এমন চেহারা মেনে নিতে পারে না গোরার মা। সে তাদের প্রতিষ্ঠিত কূলদেবতার কাছে প্রার্থনা করে যেন এমন কেউ আসে যে গোরার জীবনে আবার বদলে দেবে। তখনই দেখা যায় কোনও একটা পার্টিতে শিমারি গাউন পর নাচছে একটি মেয়ে। ভাবছেন কে সে? নতুন কোনও নায়িকা এন্ট্রি নিচ্ছে? না, তেমন কিছুই ঘটছে না। এই নতুন চরিত্রে আর অন্য কেউ নয়, বরং রূপমঞ্জরীর হামসকলকেই দেখা যাবে, মানে পল্লবী শর্মাকেই। দু'জনকে হুবহু একই রকম দেখতে। তবে এর নাম দিতি। রূপ আর দিতির জীবনধারা, চালচলন একেবারেই আলাদা। কিন্তু দেখতে? অবিকল এক। এই দিতির সঙ্গেই ঘটনাক্রমে আলাপ হবে গোরার। তারপর কোন দিকে তাঁদের জীবন বাঁক নেয় সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এখনও এক সপ্তাহ হয়নি যে তারে ধরি ধরি মনে করি শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই দর্শকদের নজরে কেড়েছে এই ধারাবাহিক। অনেকের মতেই এটি বর্তমান সময়ের নিমাই অর্থাৎ চৈতন্যদেবের গল্প। লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর একই রকম দেখতে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে নিমাই। কিন্তু পরে ঘর ছাড়ে আধ্যাত্মিকতার টানে। এখানেও নাকি একই গল্প দেখানো হবে। কিন্তু গল্পের ট্র্যাক ধরে ফেললেও, পল্লবীর এই ধারাবাহিকও যে প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই গল্পে পল্লবী শর্মার যে ডাবল রোল রয়েছে সেটা প্রোমো দেখে খানিক আন্দাজ করা যায়। কিন্তু দুজনের মধ্যে আর অন্য কোনও যোগ রয়েছে কিনা তা আগামী দিনেই বোঝা যাবে। এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যায় সোম থেকে রবি, রোজ।
