বলিউড অন্দরের খবর, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অনন্যা পাণ্ডে। অভিনেত্রী জানিয়েছেন, এই দ্রুতগতির সময়ে আধুনিক ডেটিং ট্রেন্ডের চেয়ে তিনি অনেক বেশি বিশ্বাস করেন পুরনো দিনের ভালবাসায়। আসন্ন ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’–র ট্রেলার লঞ্চে তিনি খোলামেলা ভাবে কথা বলেন আজকের সম্পর্ক, আবেগের টানাপোড়েন, অঙ্গীকার এবং সম্পর্কে পরিবারের ভূমিকা নিয়ে।

 

অনন্যা আরও জানান, তিনি মূলত পরিবারকেন্দ্রিক মানুষ এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাসী। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। তাঁর কাছে ভালবাসা মানে কেবল রোম্যান্স নয়, বরং একসঙ্গে থাকা, ভাগ করে নেওয়া জীবন আর দু’টি পরিবারকে কাছাকাছি নিয়ে আসা। অনন্যার কথায়, “আমি আমার পরিবারকে খুব ভালবাসি, আর আমি চাই আমার সঙ্গীর পরিবারও আমার পরিবার হয়ে উঠুক।” সম্পর্ক বাছাইয়ের সময়ে এই আবে, এই  ঘনিষ্ঠতাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী। 

 

আধুনিক সম্পর্কের ট্রেন্ড নিয়ে স্পষ্ট বক্তব্যও রাখেন অনন্যা। ক্যাজুয়াল ডেটিং তাঁর কাছে গ্রহণযোগ্য নয় বলেই মত অনন্যার। “আমি একদম ‘ নব্বইয়ের দশকের প্রেমের গল্পের মানুষ,” হাসতে হাসতেই বলেন তিনি। এরপরই যোগ করেন, “২০২৫-এর হুকআপ সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না।”

 

কেন তিনি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের সঙ্গে এতটা যুক্ত, সেটাও ব্যাখ্যা করেন অনন্যা। জানান, তাঁর ব্যক্তিগত বিশ্বাস, ভালবাসা ও নিজের খোঁজের আবেগ সবই মিলে গিয়েছে এই ছবির চরিত্র রুমির সঙ্গে। ফলে পর্দার আবেগ যেন তাঁর নিজের বোঝাপড়ারই রূপ।

 

সমীর বিদওয়ানস পরিচালিত এই ছবিতে অনন্যার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। ধর্মা প্রোডাকশনস ও নমহ পিকচার্স প্রযোজিত ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, শরীন মন্ত্রি কেদিয়া, কিশোর অরোরা ও ভূমিকা তিওয়ারি। দুই মানুষের প্রেম, ব্যক্তিগত যাত্রা, তারপর পরিবারের তরফে বাধা-সব মিলিয়েই আবেগঘন এই রোমান্টিক গল্প ২৫ ডিসেম্বর, বড়দিনে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন নীনা গুপ্তা, জ্যাকি শ্রফ এবং টিকু তালসানিয়াও।

 

অনন্যার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তুঙ্গে। শোনা যাচ্ছে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গেই সম্পর্কে আছেন অনন্যা। ২০২৪-এর শুরুতে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে তাঁদের আলাপ বলে খবর। সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি আদুরে বার্তাও রয়েছে। অনন্যা তাঁকে ডাকেন “ওয়াল্কি”, আর ওয়াকার জানান “অ্যানি”। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি। ওয়াকার শিকাগোর প্রাক্তন মডেল, বন্যপ্রাণীপ্রেমী এবং বলিউড–ঘনিষ্ঠ মহলেও পরিচিত মুখ।