আজকাল ওয়েবডেস্ক: আজকাল কর্মব্যস্ততার জীবনে সময়ের বড্ড অভাব। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা বেশ চ্যালেঞ্জিং। তারই মধ্যে পার্লারে গিয়ে রূপচর্চার সময় পান না অনেকেই। কিন্তু ত্বকের যত্নে অবহেলা করলে তো চলবে না। তাহলে বাড়িতে কীভাবে ফেসিয়াল করে বজায় রাখবেন ত্বকের জৌলুস, জেনে নেওয়া যাক-
প্রথমেই ভাল করে মুখ ধুয়ে নিন। তবে এক্ষেত্রে কোনও ফেস ওয়াশের বদলে কাঁচা দুধ তুলোয় নিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন।।
ক্লিনজিংয়ের পর স্ক্রাবিংও খুব জরুরি। বাড়িতেই একটি বাটিতে দুই টেবিল চামচ কফি, এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি মুখের সঙ্গে শরীরেও আলতো হাতে ঘষে স্ক্রাব করতে পারেন।
এরপর ভাল মানের ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ক্রিম ব্যবহার করা জরুরি। চাইলে বাড়িতেই ক্রিম বানিয়ে নিতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ গোলাপ জল, ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল নিন। প্রতিটি উপাদানই ভাল করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তাহলেই আপনার ক্রিম তৈরি। গলা থেকে শুরু করে মুখ পর্যন্ত উপরের দিকে হাত ঘুরিয়ে ম্যাসাজ করুন।
এবার ২ চামচ বেসন, এক চামচ দই, আধ চামচ হলুদ মিশিয়ে ঘরোয়া প্যাক তৈরি করুন। ১৫ মিনিট প্যাকটি রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। শেষে
ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
