আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির গুরুত্ব অপরিসীম। সেই কারণে কারও সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছেন। আগামী ১৪ মে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন। এরপর ১৮ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। আর তারপরই দেবগুরুর বক্রী চলন শুরু হবে। বিপরীতমুখী চলনে বৃহস্পতি আবার মিথুন রাশিতে ফিরে আসবে। বৃহস্পতির বক্রী দশার প্রভাবে ৪ রাশির সৌভাগ্যের দরজা খুলবে।
বৃষ- বৃহস্পতি বক্রী হলে প্রচুর লাভবান হবেন বৃষ রাশির মানুষেরা। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। অফিসে প্রোমোশন পেতে পারেন। ব্যবসায়ীদের লাভের মুখ দেখবেন। সংসারে শান্তি থাকবে।
মিথুন- বৃহস্পতির বক্রী চলনে সৌভাগ্য ফিরবে মিথুন রাশির। চাকরি পরিবর্তনের শুভ সময়। পুরনো চাকরিতে পদোন্নতি হতে পারে। লটারি জেতার সুযোগ পাবেন। ব্যবসায় কোনও বড় চুক্তি সাক্ষর করতে পারেন। প্রেমের দিক থেকেও এই সময়টা লাভজনক হবে।
সিংহ- সমাজে সম্মান ও প্রতিপত্তি। সব কাজেই ভাগ্যকে নিজের পাশে পাবেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারেন। সব কাজে পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবেন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন।
বৃশ্চিক- বৃহস্পতির প্রভাবে আচমকা সৌভাগ্যের দরজা খুলতে পারে বৃশ্চিক রাশির। নতুন বাড়ি-গাড়ি কেনার যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।
