আজকাল ওয়েবডেস্ক: বৈদিক পঞ্জিকা অনুসারে, আজ ১১ এপ্রিল শুক্রবার চৈত্র শুক্লা চতুর্দশী তিথি। চাঁদ সারাদিন কন্যা রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্র বলছে, আজকের দিনে ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব থাকবে। এছাড়াও শুক্রবার প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্র ও পরে হস্তা নক্ষত্রের প্রভাব রয়েছে। আর এই সব যোগের প্রভাবে এদিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাহলে আজকার দিনে কাদের সৌভাগ্যের দরজা খুলবে? জেনে নেওয়া যাক-

মিথুন- সপ্তাহান্তের আগে মিথুন রাশির ভাগ্য খুলে যাবে। পেশাগত জীবনে বড় উন্নতি করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সংসারের আর্থিক অবস্থা অনেকটাই মজবুত হবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আজই শুভ দিন। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে।

কন্যা- কর্মক্ষেত্রে পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে। যে কোনও কাজ পছন্দ মাফিক করতে পারবেন। অফিসে সহকর্মীরা সহযোগিতা করবেন। কাজে মনযোগ থাকবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল ফল করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।

বৃশ্চিক- শুক্রবার নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। যা ভবিষ্যতের আর্থিক অবস্থা সুরক্ষিত করবে। পরিবারের সকলে মিলে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। 

ধনু: আজ ধনু রাশির ভাগ্য সদয় হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।অনেকদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন।সংসারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে।কোনও নতুন সম্পত্তি-গাড়ি কেনার শুভ দিন। 

মকর: শুক্রবার মকর রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে। ধ্রুব যোগের শুভ প্রভাবে কেরিয়ারে উন্নতি করতে পারেন। যে কোনও বিষয়ে বস ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত করতে পারবেন।