আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার আরও একধাপ এগোল সিবিআই। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা আশাবাদী, লাই ডিটেক্টরে নতুন তথ্য বেরিয়ে আসবে। ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন?

 

 

 

এই সম্পর্কে সঞ্জয়কে যতবারই প্রশ্ন করা হয়েছে ততবারই বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। পলিগ্রাফ টেস্টের অনুমতি মিললেও সেই পরীক্ষা কবে হবে তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, মঙ্গলবার পরীক্ষা হতে পারে। তার আগে ম্যাজিস্ট্রেটের সামনে সঞ্জয়কে হাজির করা হবে। জানতে চাওয়া হবে, সঞ্জয় পলিগ্রাফ টেস্টে রাজি কিনা।

 

 

তার অনুমতি নিয়েই পরীক্ষা হবে। অন্যদিকে, ধৃতের মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হবে সিবিআইয়ের তরফে। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল? ঠিক কী কারণে সেমিনার হলের দিকে অত রাতে গিয়েছিল সঞ্জয়, তা জানতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। পাশাপশি, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেদিকেও নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।