আজকাল ওয়েবডেস্ক: ট্রেন্ডে গা ভাসিয়ে দিতে প্রত্যেকেই চায়। বর্তমানে সমাজমাধ্যম খুললেই নজরে আসে 'গোপন চিঠির' পোস্ট। নাম না করেই পছন্দের মানুষের কাছে নিজের মনের কথা তুলে ধরতে পারেন এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গভীর ফাঁদ, যাতে আপনি অজান্তেই পা দিয়ে ফেলছেন। কি বলছেন সাইবার বিশেষজ্ঞ?
অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা কিছু না দেখেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়তো করে নেন, কিন্তু তারপর কী হতে পারে, সেই দিকের কথা তারা ভাবেন না।
সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আজকাল ডট ইনকে জানিয়েছেন, 'কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে কোন দেশে তৈরি হয়েছে অ্যাপ্লিকেশন।' ইউরোপিয়ান দেশে তৈরি হলে সাইবার প্রতারণা সম্ভাবনা একটু হলেও কম। কিন্তু অন্য কোনও দেশে অ্যাপ্লিকেশন তৈরি হলে ডাউনলোড না করাই উচিত বলেছেন তিনি।
শুধু তাই নয় কোন অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হলে দিতে হয় নিজস্ব মেইল আইডি এবং ফোন নম্বর। এই মেল আইডি এবং ফোন নম্বর দেওয়ার ফলে সাইবার প্রতারকরা নিমেষে কিছু না করলেও ভবিষ্যতে প্রতারণার জন্য নিজেদের জায়গা তৈরি করে নেয়। কোন অ্যাপের রিভিউ এবং রেটিং কেমন এবং কারা সে রেটিং দিয়েছে সেদিকটাও ব্যবহারকারীর যাচাই করে দেখা উচিত ডাউনলোড করার আগে।
অন্যদিকে কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড এর পর একাধিক পারমিশন দেওয়ার যে বিষয়টি আসে ফোন সেখানে সমস্ত পারমিশন না দিয়ে ঠিক যেটুকু প্রয়োজন সেই সমস্ত পারমিশন দেওয়া উচিত বলে তাঁর মত। কথায় আছে, বিনা পয়সার জিনিস আসলে ক্রেতাকে বিক্রি করেই পয়সা তোলে।
