আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে অন্যতম থ্রিলারের মধ্যে জায়গা পাবে কেকেআর-পাঞ্জাব ম্যাচ। পরতে পরতে উত্তেজনা। প্রতি মিনিটে ঘুরে যাচ্ছিল ম্যাচের মোড়। হার্টরেট বাড়িয়ে দেয় যুজবেন্দ্র চাহাল, আন্দ্রে রাসেলরা।‌ শেষপর্যন্ত ১৬ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। দলের এই জয় নিয়ে উচ্ছ্বসিত রিকি পন্টিং। মজার ছলে বলেন, এই বয়সে এইধনের ম্যাচ তাঁর শরীরের পক্ষে ভাল না। পন্টিং বলেন, 'আমার হার্টরেট এখনও বেশি। আমার বয়স ৫০। এইধরনের ম্যাচ আর চাই না। ১১১ রান ডিফেন্ড করতে নেমে ১৬ রানে জয় বড় বিষয়। ইনিংস ব্রেকে আমরা ছেলেদের বলেছিলাম, ছোট টার্গেট তাড়া করা অনেক সময় কঠিন হয়।' 

উইকেট যে রান করার জন্য উপযুক্ত ছিল না, সেটা মেনে নেন পাঞ্জাবের মেন্টর। তবে চাহালের ভূয়সী প্রশংসা করেন। পন্টিং বলেন, 'উইকেট সহজ ছিল না। দুটো ইনিংসেই সেটা দেখা গিয়েছে। তবে চাহাল দুর্দান্ত বল করেছে।' পন্টিং জানান, কাঁধে চোট ছিল তারকা স্পিনারের। ম্যাচের আগে তাঁকে ফিটনেস টেস্ট পাস করতে হয়েছে। এই প্রসঙ্গে পন্টিং বলেন, 'এদিনের ম্যাচের আগে ওকে ফিটনেস টেস্টে পাস করতে হয়েছে। আগের ম্যাচে কাঁধে চোট পেয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করি খেলার মতো জায়গায় আছে কিনা। ও জানায়, একশো শতাংশ ফিট। আমি খেলার জন্য তৈরি। তারপর আমরা সবাই ওর কীর্তি দেখেছি।' পন্টিং মনে করছেন, এই জয় পাঞ্জাবের টার্নিং পয়েন্ট হতে পারে।