আজকাল ওয়েবডেস্ক: যারা ভাবছেন পৃথিবী ছেড়ে দিয়ে অন্য গ্রহে পাড়ি দেবেন তাদের জন্য সুখের খবর। বিজ্ঞানীদের হাতে এসেছে অবাক করা সুপার আর্থ। এটি পৃথিবী থেকে ১৫৪ আলোকবর্ষ দূরে রয়েছে। এর আকার পৃথিবীর প্রায় দ্বিগুণ। শুধু তাই নয় এতে রয়েছে প্রচুর জল। ফলে সেখান থেকে এই গ্রহে থাকতে বেশি সমস্যা হবে না পৃথিবীবাসীর।
নাসার শক্তিশালী টেলিস্কোপ দিয়ে এই গ্রহটিকে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে এর বয়স ৭.২ বিলিয়ন বছর। আর এত বছর ধরে এখানে জল থাকার মানে হল এখানে প্রাণ থাকলেও থাকতে পারে। এটিকে ভিনগ্রহের প্রাণীদের আস্তানা হিসেবে চিহ্নিত করেছে নাসার বিজ্ঞানীরা।
এই গ্রহের নাম দেওয়া হয়েছে টিওআই ১৮৪৬। এর ঝকমকে ছবি মন কেড়েছে বিজ্ঞানীদের। ঠিক মহাকাশ থেকে পৃথিবীকে যেমন উজ্জ্বল লাগে তেমনই এই গ্রহের ছবি সকলকে অবাক করে দিয়েছে। যদি এখানে জল না থাকত তাহলে এই গ্রহের এমন রূপ হত না। এই গ্রহে প্রাণ থাকার প্রায় সমস্ত পরিবেশ রয়েছে। ফলে সেখান থেকে মনে করা হচ্ছে এখানেই ভিনগ্রহের প্রাণীরা রয়েছেন।
এই গ্রহকে নাসার বিজ্ঞানীরা সুপার আর্থ বলে দাবি করছেন। যদি এখানে ভিন গ্রহের প্রাণী থাকে তাহলে তারাও হয়তো সেখান থেকে পৃথিবীকে দেখেছে। আর যদি সেটাই সত্যি হয় তাহলে এই দুই গ্রহের মধ্যে কোন নতুন সমীকরণ তৈরি হবে সেটাই এবার দেখার।
তবে এখানে খানিকটা হলেও চিন্তায় পড়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন যদি সেখানে ভিনগ্রহের প্রাণীরা থাকে আর তারা যদি পৃথিবীতে আক্রমণ করে তাহলে সেখান থেকে এখানে তৈরি হতে পারে বিরাট সমস্যা। নতুন এমন জলের গ্রহ দেখে বিজ্ঞানীরা যেমন খুশি হয়েছেন ঠিক তেমনই তাদের মাথায় এবার জুটেছে নতুন চিন্তা। তাহলে কী এবার মানুষের সঙ্গে এলিয়ানদের যুদ্ধ শুরু হবে। শেষে কে থাকবে সেটাই এবার বিরাট প্রশ্ন।
