আজকাল ওয়েবডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেই ভারত-পাকিস্তানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। দুই দেশের মধ্যে সংঘাতের আবহে দেশের একাধিক শহরে ব্ল্যাক আউট, হাই অ্যালার্ট জারি ছিল। 

শনিবার বিকেলে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করে। কিন্তু ঘণ্টাখানেক পরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্তবর্তী একাধিক শহরে হামলার চেষ্টা চালায়। সংঘাত ও সংঘর্ষবিরতির মধ্যে আবার দুই দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু জানেন কি বিশ্বের কোন দেশে সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা রয়েছে? 

হিরোশিমায় আঘাত হানা 'লিটল বয়'-এর তুলনায় তিন হাজার গুণ শক্তিশালী পরমাণু বোমা মজুত রয়েছে রাশিয়ায়। নাম, জার বোম্বা। ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়ন এই বোমা তৈরি করেছিল। ৫০ মেগাটন টিএনটি বিস্ফোরক এর মধ্যে মজুত রয়েছে। জার বোম্বা বিস্ফোরণে ৬০ কিলোমিটার উঁচু পর্যন্ত মাশরুম ক্লাউড পৌঁছতে পারে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ার শক্তিশালী পরমাণু বোমা জার বোম্বা বিস্ফোরণ হলে ৩৫ কিলোমিটার বৃত্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ১০০ কিলোমিটারের মধ্যে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানে বিস্ফোরণ হবে, তার হাজার কিলোমিটারের মধ্যে সমস্ত কাচের জানালা, দরজা ভেঙে যেতে পারে।