আজকাল ওয়েবডেস্ক: এবারের বর্ষা মৌসুমে হিমালয়-হিন্দুকুশ অঞ্চলের দেশগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনই সতর্কতা জানাল কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিমোড (ICIMOD)। প্রতিবেদনে বলা হয়েছে, গড়ের তুলনায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে এবং বৃষ্টিপাতও স্বাভাবিকের চেয়ে বেশি হবে। এর ফলে পাহাড়ি এলাকাগুলিতে হঠাৎ বন্যা, ধস এবং পাথরের স্রোতের মতো জলবাহিত দুর্যোগের ঝুঁকি বেড়ে যাবে।

আইসিমোডের ঊর্ধ্বতন উপদেষ্টা অরুণ ভক্ত শ্রেষ্ঠা বলেন, “এই পরিস্থিতি শুধু বর্তমান দুর্যোগই নয়, ভবিষ্যতে হিমবাহ গলন, তুষার ভাণ্ডার কমে যাওয়া ও পার্মাফ্রস্টের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।” দক্ষিণ এশিয়ার প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ এই বর্ষার ওপর কৃষি ও জীবিকার জন্য নির্ভরশীল হলেও, প্রতিবছর এই মৌসুমেই ধস ও বন্যার মতো বিপর্যয় ঘটে। আইসিমোড জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক দুর্যোগের শৃঙ্খল প্রতিক্রিয়া (cascading disasters) দেখা যেতে পারে—যেমন ধস নদী আটকে দিতে পারে, যার ফলে হঠাৎ প্লাবনের আশঙ্কা থাকে।

নেপাল ইতিমধ্যেই একটি মনসুন রেসপন্স কমান্ড পোস্ট গঠন করেছে এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয় স্তরে তথ্য ভাগ করে জরুরি প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং অপরিকল্পিত নগরায়নের কারণে এই দুর্যোগগুলির মাত্রা ও ঘনত্ব ক্রমেই বাড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এই প্রাকৃতিক দুর্যোগগুলিই ভবিষ্যতের আরও ভয়াবহ সংকেত।