আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। রুশ বিদেশমন্ত্রক টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘সিম্ফারোপোল’ নামে যুদ্ধজাহাজটি দানিয়ুব নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে।

‘সিম্ফারোপোল’ যুদ্ধজাহাজ এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের বৃহত্তম জাহাজ বলে পরিচিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল গোয়েন্দা বাহিনীর জন্য তৈরি লাগুনা-শ্রেণীর মাঝারি আকারের জাহাজটিতে দানিয়ুব নদীর ব-দ্বীপে আঘাত হানে, যার একটি অংশ ইউক্রেনের ওডেসা অঞ্চলে অবস্থিত। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক নিশ্চিত করেছেন যে, জাহাজটি ডুবে গিয়েছে।

?ref_src=twsrc%5Etfw">August 28, 2025

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে সেদেশের সংবাদপত্র কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট লিখেছে যে, হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মুখপাত্র বলেছেন, "হামলার পরের পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বেশিরভাগ ক্রু নিরাপদে আছেন এবং নিখোঁজ বেশ কয়েকজন নাবিকের সন্ধান চলছে।"

‘সিম্ফারোপোল’ যুদ্ধজাহাজ ২০১৯ সালে সমুদ্রে নামে। তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় ২০২১ সালে। জাহাজটির মূল কাজ ছিল, গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা।

এদিকে বুধবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়। এই হামলার পর ইউরোপের দেশগুলোর বক্তব্য শান্তি আলোচনার নামে রাশিয়া ছেলেখেলা করছে। 

আরও পড়ুন- 'আমি দায়িত্ব নিতে প্রস্তুত', চাঞ্চল্যকর মন্তব্য ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের! আমেরিকায় পালা বদলের ইঙ্গিত?