আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নেমে মৃত্যু হয়েছিল ১১জন বিক্ষোভকারীর। শুক্রবার, যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে, সর্বভারতীয় সংবাদ সংস্থার মতে, তখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও বহু।


বিবিসি নিউজ বাংলার তথ্য অনুসারে, বৃহস্পতিবারের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৫ জন। শ্রুক্রবার অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজেই মৃত্যু হয়েছে অন্তত ২০ জন বিক্ষোভকারীর।

বৃহস্পতিবারের পর শুক্রবারও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি জারি রাখার কথা জানানো হয়েছিল বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তার মাঝেই দিনভর চলল অশান্তি, সংঘর্ষ। কোথাও হামলা হল দমকলের গাড়িতে, কোথাও হামলা চলল কারাগারে।