আজকাল ওয়েবডেস্ক: সাপ ধরতে জীবন বাজি! কায়দা দেখলে চমকে উঠবেন। সাপকে বাগে আনতে এক ব্যক্তি যা করলেন তা দেখে নেটিজেনদের চোখ রীতিমত ছানাবড়া। সাপের ফস ফসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ওই ব্যক্তি প্লাস্টিকের বোতলে ভোরে ফেললেন আস্ত একটা গোখরো।
এমনিতেই সাপ দেখলেই বেশিরভাগেরই হাড়হিম হয়ে যায়। তার উপর যদি হয় গোখরো ,তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে,সাপ কে বাগে আনতে ব্যবহার করা হয়েছে শুধু একটা বোতল। ভিডিওটিতে দেখা যাচ্ছে , গোখরোটি বারবার ফণা তুললেও ওই ব্যক্তি তাকে ধরতে মরিয়া। শেষে তিনি তাঁর চেষ্টায় সফলও হয়েছেন। গোখরোকে কোনওরকমে বোতলে ভোরে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিয়েছিলেন ওই যুবক।
আবার যাতে সাপটি অক্সিজেন পায় তার জন্য বোতলের গায়ে একটি ছিদ্রও করে দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা নিমিষে ভাইরাল হয়ে যায়। এরপরে লাইক কমেন্টসের বন্যা। ভিডিওটির ক্যাপশনে লেখা 'সাপ ধরার মজার কৌশল'।
