আজকাল ওয়েবডেস্ক: মধুচন্দ্রিমায় সমুদ্রে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। নীল নীল আকাশ আর নীল সুমদ্রকে সাক্ষী রেখেই স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটানোর ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। সমুদ্র পাড়ে আচমকা বজ্রাঘাতে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের। বিয়ের দিন কয়েকের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভলুসিয়া কাউন্টির নিউ স্মির্না সমুদ্র সৈকতে। ফ্লোরিডার বাসিন্দা, ২৯ বছর বয়সি তরুণ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে সমুদ্র সৈকতেই ছিলেন। সেই সময়েই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তাঁর।
ভলুসিয়া কাউন্টি সমুদ্র সৈকতের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বজ্রাঘাতের পর সৈকতেই লুটিয়ে পড়েন তরুণ। সঙ্গে সঙ্গে তাঁকে সিপিআর দেওয়া হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন পরদিন তরুণের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন বিকেলে আকাশ পরিষ্কার ছিল। ঝড়ের আভাস পাননি কেউ। আচমকাই বজ্রপাত শুরু। তারপরেই তুমুল ঝড়ের দাপট শুরু। সমুদ্রে স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন তরুণ। খানিকটা যাওয়ার পরেই লুটিয়ে পড়েন তিনি। স্ত্রীর চিৎকার শুনে বাকিরা ছুটে আসেন। হাসপাতালে নিয়ে গেলেও তরুণকে বাঁচানো যায়নি।
