ধ্বংস হয়ে যাচ্ছে লিভার! এই ৫ ইঙ্গিত পেলেই সাবধান হন....
নিজস্ব সংবাদদাতা
১৯ ডিসেম্বর ২০২৫ ২২ : ৩২
শেয়ার করুন
1
5
সব সময় ক্লান্ত লাগা, সামান্য কাজেই হাঁপিয়ে যাওয়া লিভার সমস্যার একটি নীরব লক্ষণ হতে পারে। লিভার ঠিকমতো টক্সিন দূর করতে না পারলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যায়। ফলে পর্যাপ্ত ঘুমের পরেও শক্তি ফিরে আসে না। অনেকেই একে সাধারণ স্ট্রেস বা বয়সজনিত সমস্যা ভেবে এড়িয়ে যান।
2
5
কোনও ফুসকুড়ি বা অ্যালার্জি ছাড়াই যদি দীর্ঘদিন ত্বকে চুলকানি থাকে, তা লিভার ক্ষতির ইঙ্গিত হতে পারে। লিভার কাজ না করলে পিত্তলবণ রক্তে জমে গিয়ে ত্বকের নিচে চুলকানি সৃষ্টি করে। এই উপসর্গ সাধারণ ওষুধে কমে না। অনেক সময় এটি রাতের দিকে আরও বেড়ে যায়।
3
5
খাবারে অরুচি, বমি বমি ভাব, পেট ফাঁপা বা অজান্তেই ওজন কমে যাওয়া লিভারের অসুস্থতার লক্ষণ হতে পারে। লিভার ঠিকমতো হজমে সহায়তা না করলে শরীর পুষ্টি শোষণ করতে পারে না। ফলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তনগুলো অনেক সময় ধরা পড়ে দেরিতে।
4
5
গাঢ় চা-রঙের প্রস্রাব বা খুব ফ্যাকাশে, মাটির মতো রঙের মল লিভার সমস্যার সতর্ক সংকেত। লিভার থেকে পিত্ত ঠিকভাবে নিঃসৃত না হলে এই পরিবর্তন দেখা যায়। অনেক ক্ষেত্রে মল কালচে বা আঠালোও হতে পারে। এগুলো প্রায়ই উপেক্ষিত হয়।
5
5
সামান্য আঘাতেই বড় কালশিটে পড়া বা ঘন ঘন নাক ও মাড়ি থেকে রক্ত পড়া লিভার ক্ষতির লক্ষণ হতে পারে। কারণ লিভারই রক্ত জমাট বাঁধার প্রোটিন তৈরি করে। লিভার দুর্বল হলে সেই প্রোটিনের ঘাটতি হয়। ফলে রক্তপাত সহজে বন্ধ হয় না।