আজকাল ওয়েবডেস্ক: শনিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হবে। তার আগে শুভমন গিলকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডান পায়ে চোট পেয়েছেন সূর্যকুমার যাদবের ডেপুটি। শুক্রবার সিরিজের শেষ টি-২০ তে খেলতে পারেননি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ডান পায়ের চোটের শুশ্রূষা চলছে গিলের। বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন এমন জানানো হয়। চোটের জন্য শেষ দুটো টি-২০ ম্যাচের দলে ছিলেন না গিল। তার আগে ঘাড়ে চোটের জন্য দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। প্রথম টেস্টের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন। ফের পায়ে চোট আশঙ্কা বাড়িয়েছে।

নিজেদের এক্স হ্যান্ডেলে বিসিসিআই লেখেন, 'লখনউয়ের নেটে ব্যাট করার সময় ডান পায়ে ইমপ্যাক্ট ইনজুরি হয় শুভমন গিলের। বিশেষজ্ঞের চিকিৎসা এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের চিকিৎসার পর গিল এখন আগের থেকে ভাল আছে।' টসের পর গিলের আপডেট জানানো হয়। তার জায়গায় সুযোগ পান সঞ্জু স্যামসন। কুয়াশার জন্য লখনউয়ের টি-২০ ম্যাচ বাতিল হয়ে যায়। চতুর্থ টি-২০ হলে চোটের জন্য সেদিন খেলতে পারতেন না গিল। এদিন ভারতীয় তারকার বদলে ওপেন করেন সঞ্জু। প্রথম চারটে টি-২০ দলের বাইরে থাকার পর সুযোগ পান। কাজেও লাগান। ২২ বলে ৩৭ রান করেন। সংক্ষিপ্ত ইনিংস হলেও, যথেষ্ট নজরকাড়া। শনিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা। সেই দলে থাকা নিশ্চিত সঞ্জুর। থাকবেন শুভমনও। তবে শেষপর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে কারা ওপেন করবে সেই নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। শুভমন এবং সঞ্জুর মধ্যে পাল্লাভারী কার?