আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মেজাজ। ক্রিসমাস, বড়দিনের আয়োজন। কিন্তু তার মাঝেই হাসপাতাল গুলিতে কাতারে কাতারে মানুষের ভিড়। প্রায় ২হাজার হাসপাতালের বেড, ফাঁকা নেই একটাও। ঘটনায় প্রবল চাপে সেখানকার জাতীয় স্বাস্থ্য পরিষেবা। একই সঙ্গে কপালে ভাঁজ ফেস্টিভ ফ্লু নিয়ে।
ঘটনাস্থল ইংল্যান্ড। আচমকা ইংল্যান্ডে উৎসবের মেজাজের মাঝেই বহু মানুষ ফ্লু-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তথ্য, এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে ৭০ শতাংশ। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, শীতলাকীন একগুচ্ছ ভাইরাসের কারণেই তরান্বিত হচ্ছে এই ফেস্টিভ ফ্লু।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে রোগী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই, তাঁরা যেমন রোগীদের চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন প্রাণপনে, একইসঙ্গে তাঁরা চেষ্টা চালাচ্ছে এই ফ্লু যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও। কোভিড-১৯, আরএসভি এবং নোরোভাইরাস এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে বলেই মত তাঁদের। এনএইচএস ইংল্যান্ডের অধ্যাপক স্যার স্টিফেন পোভিস ফেস্টিভ ফ্লু-কে কোয়াড-ডেমিক বলে অভিহিত করেছেন।
কিন্তু কী এই ফেস্টিভ ফ্লু? মূলত শীতকালে, ঋতুগত যেসব ফ্লু ছড়িয়ে পড়ে, তাকেই ফেস্টিভ ফ্লু বলা হচ্ছে। এই ছুটির সময়ে সকলে একসঙ্গে জমায়েত হন, একসঙ্গে আনন্দ উৎসব, তার সঙ্গে ঠান্ডা আবহাওয়া, তার মাঝি হইহুল্লোড়, সব মিলিয়েই এই অসুস্থতা। এটির কোনও বিশেষ উপসর্গ নেই। মূলত ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যা হয় আক্রান্তদের।
