আজকাল ওয়েবডেস্ক: করোনা অতিমারীর ভয়াবহ সময় পেরিয়েছে বিশ্ব। মাঝে মাঝে সেসবের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে নানা সংক্রমণ। জাগে আতঙ্ক। সম্প্রতি চিনের নতুন সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তার মাঝেই তথ্য, সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকায় অন্তত ৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে 'র‍্যাবিট ফিভার'-এর।

আদতে এর নাম টিউলারেমিয়া। এটি একটি বিরল এবং সংক্রামক রোগ। সেন্সর ফট ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে ২০১১ থেকে ২০২২ এর মধ্যে, ২০০১ থেকে ২০১০ সালের সময়কালের তুলনায় টিউলারেমিয়ার সংক্রমণ বার্ষিক গড় ৫৬ শতাংশ বেড়েছে। 

কিন্তু কী এই সংক্রমণ? কীভাবেই বা এই রোগ থাবা বসায় মানব শরীরে? প্রতিকারই বা কী?  মূলত ফ্রান্সিসে টুলারেনসিস ব্যাকটেরিয়া দ্বারা এই রোগের সংক্রমণ। মানুষ এবং অন্যান্য প্রাণী, সকলের শরীরেই থাবা বসাতে পারে এই সংক্রমণ।  এই সংক্রমণ মূলত বেশি ছড়ায় খরগোশ, ইঁদুরের মধ্যে। এইসব সংক্রমিত প্রাণীর মাধ্যমে অনেক সময় তা প্রবেশ করে মানুষের শরীরে। তবে দূষিত জলপান, ধুলো, নোংরার মাধ্যমেও অনেক সময় এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে।

এই রোগের সাধারণ উপসর্গ হল ধুম জ্বর। এছাড়া মুখে, ত্বকে ঘা, গলায় ব্যথা, চোখে জ্বালা দেখা দেয় সংক্রমণে। এই সংক্রমণ প্রতিরোধে ঘাস কাটা বা অন্যান্য সময় মাস্ক পরার নিদান দিচ্ছেন চিকিৎসকরা। খরগোশ, কুকুর, ইঁদুর-অন্যান্য প্রাণীদের পরিচর্যার সময় গ্লাভস পরতে হবে।