আজকাল ওয়েবডেস্ক: প্রবল ঋণে জর্জরিত। ক্রমশ জীবনে অপমান সহ্য করতে করতে ক্লান্ত। সব কিছু ছেড়ে দূরে চলে যেতে ইচ্ছে করছে। কেউ যাতে খোঁজ না পান ভ্যানিশ হয়ে যেতে ইচ্ছে করছে। উপায় রয়েছে হাতের কাছেই। জাপানে আপনার জীবন থেকে উধাও হয়ে যাওয়া কেবল সম্ভব নয়, এটি এমন একটি পরিষেবা যা আপনি ভাড়া করতে পারেন। কিছু নির্দিষ্ট কোম্পানি আপনাকে চুপিচুপি আপনার বাড়ি থেকে সরিয়ে দেবে এবং নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করতে সাহায্য করবে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের মতে, এই সংস্থাগুলি ইয়োনিগেয়া নামে পরিচিত। তারা এমন লোকদের সঙ্গে কাজ করে যারা পারিবারিক নির্যাতন বা ঋণের ভারে জর্জরিত। ক্লায়েন্টরা প্রায়শই এসে বলে, ‘তুমিই আমার শেষ আশা’ অথবা ‘আমি আগামীকাল মারা যেতে পারি’। এই বিষয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে যে প্রতি বছর এক লক্ষেরও বেশি মানুষ এই ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন।
প্রতিবেদন অনুসারে, প্রথম ধাপ হল মামলা এবং খরচ নিয়ে আলোচনা করার জন্য একটি ফোন কল। যা দু’হাজার থেকে ২০ হাজার ডলার (প্রায় ১.৭ লক্ষ টাকা থেকে ১৭.৫ লক্ষ টাকা) পর্যন্ত হতে পারে। কাজটি কতটা ঝুঁকিপূর্ণ তার উপর নির্ভর করে খরচ নির্ধারিত হয়। এর পরে একটি মুখোমুখি বৈঠক হয় যেখানে দলটি গ্রাহকের বাড়ি, পাড়া এবং তারা যে কোনও হুমকির সম্মুখীন হতে পারে তা পরীক্ষা করা জন্য।
পালানোর পরিকল্পনা করতে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে, ইয়োনিগেয়ারা ঝুঁকিগুলি খতিয় দেখে নেয়। পদক্ষেপ নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ সময় নির্ধারণ করে এবং এর কাজে যাতে কারও মনোযোগ আকর্ষণ না হয় সেই ভাবে পদক্ষেপ করা হয়। উচ্চঝুঁকিপূর্ণ ক্ষেত্রে, ইয়োনিগেয়ারা কারিগর বা ডেলিভারি কর্মী হিসেবে নিজেদের পরিচয় দেন তারা কেউ সন্দেহ না করেন। সময় নির্ধারণও গুরুত্বপূর্ণ।
