আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে উত্তাল বাংলাদেশ। শুক্রবার সকাল থেকেও একাধিক স্থানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে শাহবাগ। ধীরে ধীরে ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের নানা জায়গায়। শুক্রবার দুপুরের আপডেট, চট্টগ্রামের পর, রাজশাহীতে ভারতীয় উপদূতাবাসের সামনে ভিড় বাড়তে শুরু করে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
তথ্য, ঢাকার ভারতীয় দূতাবাস এবং পাশাপাশি রাজশাহী, খুলনা, চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস ঘিরে বিক্ষোভ শুরু হয়। উঠতে থাকে নানা ভারত-বিরোধী স্লোগান। এর আগে,বুধবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশমন্ত্রক তলব করার পরেই প্রতিবেশী দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তার নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এর আগেও বিক্ষোভের পরিকল্পনা হলে, তা আটকে দেওয়া হয়েছিল। পরিস্থিতি বিচারে বৃহস্পতিবার রাজশাহী, খুলনার দুটি ভিসাকেন্দ্র বন্ধ করে দেয় ভারত।
বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছতেই নতুন করে বিক্ষোভ ছড়ায়। রেহাই পাননি সাংবাদিকরা। প্রথম আলো এবং দ্য ডেলি স্টারের অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর চলে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত ভারতীয় উপদূতাবাসের উদ্দেশে মিছিল শুরু করে একদল বিক্ষোভকারী।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, হাদি হত্যার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। প্রতিবাদ, বিক্ষোভ রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও। ঢাকার বাইরে গাজীপুরেও বিক্ষোভের আঁচ। বিক্ষোভ সিলেটেও। শুক্রবার দুপুরের পর থেকে, শাহবাগে উত্তাপ বাড়তে থাকায় র্যাব নামানো হয়েছে বলে খবর সূত্রের।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গত সপ্তাহে গুলিবিদ্ধ হন। মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল পদ্মাপারে। মৃত্যু সংবাদ আসতেই তা ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ইউনূস সরকার, এই রোষানল আয়ত্তে আনতে যে পারেনি, সে দেশের ছবিতেই তা স্পষ্ট। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা ভারতের উপদূতাবাসে হামলা চালায়। ইট-পাথর ছোড়া হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামে খুলশী এলাকায় মিশনের অফিসের বাইরে শুরু হয় অবস্থান কর্মসূচি। পাশাপাশি আওয়ামি লিগ ও ভারতবিরোধী স্লোগানও ওঠে। যমুনা টিভি সূত্রে খবর, ঘটনায় ১২ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তারপরেই সামনে এল রাজশাহীর ঘটনা। অন্যদিকে, বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, হাদির দেহ নিয়ে আসা হচ্ছে সে দেশে। দেহ বাংলাদেশে পৌঁছনোর পর, বিক্ষোভ-তাণ্ডব কোনদিকে রূপ নেয়, তা নিয়েও সে দেশের ভিতরে বাড়ছে উদ্বেগ।
