আজকাল ওয়েবডেস্ক: ইপিএলের মডেলে আইএসএল করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়ে আরও বিস্তারিত জানানো হল ক্লাবগুলোর পক্ষ থেকে। বৃহস্পতিবার ক্লাবগুলোর থেকে সমাধান চেয়েছিল ক্রীড়ামন্ত্রক। কোনও সময় নষ্ট করেনি ক্লাব জোট। ২৪ ঘণ্টার মধ্যে ক্রীড়ামন্ত্রককে নিজেদের পরিকল্পনা জানাল সম্মিলিত ক্লাব জোট। লিগ পরিচালনার পূর্ণ স্বত্ত্ব এবং মালিকানা চেয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। তবে তাতে সামিল হয়নি ইস্টবেঙ্গল। মোট ১২টি ক্লাব কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ইমেল পাঠিয়েছে।
ক্লাব জোটের প্রস্তাবে বলা হয়েছে, বার্ষিক ১০ কোটি টাকা ফেডারেশনকে দেবে ক্লাব জোট। গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য এই অর্থ দেওয়া হবে। এর বাইরে এআইএফএফকে আর কোনও টাকা দেবে না ক্লাব জোট। তবে এইবছর এই অর্থ তাঁরা ফেডারেশনকে দেবে না। ২০২৬-২৭ আইএসএল থেকে এআইএফএফকে ১০ কোটি দেওয়া হবে। দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে ক্লাব জোট। অন্তত আগামী দশ বছর ধরেই এগোতে চাইছে তাঁরা। ফেডারেশনকে শুধুই নিয়ন্ত্রক হিসেবে চায়। তবে তাঁদেরও শেয়ার থাকবে।
ক্রীড়ামন্ত্রক এবং ফেডারেশনকে চিঠি পাঠান মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া। চিঠিতে ইস্টবেঙ্গল ছাড়া বাকি ক্লাবের প্রতিনিধিরা সই করে। ভেতর ভেতর আইএসএল করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাব জোট। লিগের রাইটস পেয়ে গেলে এবং তাঁদের দেওয়া বাকি শর্ত পূরণ হলে ৪৫ দিনের মধ্যে আইএসএল শুরু করার চেষ্টা করা হবে। এবার বল ফেডারেশনের কোর্টে। এদিন দেওয়া চিঠিতে ক্লাবগুলো ফেডারেশনকে তাঁদের প্রস্তাব বিবেচনা করে ক্রীড়ামন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ইপিএলের মতো ক্লাবগুলোর কাছে সম্পূর্ণ মালিকানা থাকবে। ক্লাব জোট চাইলে অংশীদার আনতে পারবে। তবে লিগের নিয়মশৃঙ্খলার বিষয়টি দেখার দায়িত্ব থাকবে ফেডারেশনের ওপর। লাইসেন্সিংয়ের বিষয়টিও তাঁরাই দেখবে। রেফারিও ঠিক করবে ফেডারেশন। সম্পূর্ণ স্বচ্ছতা রেখে বিজ্ঞাপন এবং যাবতীয় রাইটস সামলানোর উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। শনিবার সেখানে এই প্রসঙ্গে আলোচনা হতে পারে। তবে ফেডারেশনের কাছে আর কোনও বিকল্প নেই। ক্লাব জোটের প্রস্তাবে রাজি না হলে, এই জট কাটবে না। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাবে। ক্লাব জোটের প্রস্তাব মেনে নিলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইএসএল শুরু হতে পারে।
