আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি জানিয়েছে, ইজরায়েলি সেনাবাহিনীতে আহত এবং প্রতিবন্ধী সৈনিকদের সংখ্যা বেড়ে ৭৮,০০০ হয়েছে, যা গাজার বিরুদ্ধে ইজরায়েলি যুদ্ধের নির্মম প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
ইজরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির কনসেট সদস্য ইতি হাভা আটিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ কমিটির বৈঠকে এই তথ্য প্রকাশিত হয়। বৈঠকটি ‘আয়রন সোর্ড’ অভিযানে আহত সেনাদের এবং প্রতিবন্ধী প্রাক্তন যোদ্ধাদের প্রয়োজন মেটাতে বিদেশি পরিচর্যাকারীদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে।
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আহতদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি ৩০ বছরের কম বয়সী রিজার্ভ সদস্য। এছাড়াও, আহতদের ৬২ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন এবং ১০ শতাংশ মাঝারি থেকে গুরুতর শারীরিক অবস্থায় আছেন। বর্তমানে ১৯৪ জন সৈনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের বেশিরভাগই শেবা মেডিকেল সেন্টার, টেল হাশোমের এবং ইচিলভ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইজরায়েলি সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনীতে তীব্র জনসং্খ্যার সংকট দেখা দিয়েছে। অনুমান করা হচ্ছে, ইজরায়েলি সেনাবাহিনী দীর্ঘমেয়াদে জনবলের ঘাটতির সম্মুখীন হবে, যা দক্ষিণ লেবাননের ‘নিরাপত্তা অঞ্চল’ এবং দ্বিতীয় ইন্তিফাদার সময়ের সংকটের সাথে তুলনীয়।
ইজরায়েলের দৈনিক সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথে প্রকাশিত একটি বিশদ প্রতিবেদন অনুসারে, ইজরায়েলি সেনাবাহিনীতে এক গভীর সংকট দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষক ইয়োভ জিতুনের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ফ্রন্টে ক্রমবর্ধমান চাপ এবং গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন আক্রমণের প্রস্তুতির সম্ভাবনা সেনাবাহিনীর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক বাহিনীর জন সংকট, অপারেশনাল এবং মানসিক চাপ, এবং লজিস্টিক চ্যালেঞ্জগুলি তার বিভিন্ন ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
এছাড়া, সেনাবাহিনী এবং তাদের পরিবারগুলোর উপর এই অতিরিক্ত চাপ নতুন যুদ্ধ শুরুর সম্ভাবনাকেও বৃদ্ধি করছে, যা সেনা এবং তাদের পরিবারের জন্য আরও বিপদ ডেকে আনবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
